সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আবারো সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় আফ্রিকার দল বুরুন্ডির কাছে। গত আসরেও শেষ চার থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজরা। ম্যাচের তিনটি গোলই করেছেন জসপিন সিমিরিমানা। প্রথমার্ধে বেশ গোছানো ফুটবল খেলেছে স্বাগতিকরা। আক্রমণাত্মক ধাচে খেলা বুরুন্ডির বিপক্ষে বেশ ভালো প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। কিন্তু ম্যাচের শুরুর দিকেই (৪ মিনিটে) মতিন মিয়াকে মারাত্মক ফাউল করেন বুরুন্ডির এক ফুটবলার। আঘাত এতটাই বেশি ছিল শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে হয় গত ম্যাচে জোড়া গোল করা মতিন মিয়াকে। ডাগ আউটে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের উদীয়মান এই ফরোয়ার্ড। ৬ মিনিটে বা প্রান্ত দিয়ে মাহবুবুর রহমান সুফিল বল নিয়ে একক প্রচেষ্টায় ঢুকে পড়ে পাস দেন সতীর্থ ইব্রাহিমকে। তার ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে রায়হান হাসানের লম্বা থ্রো লাফিয়ে উঠে গ্রিপে নেন গোলরক্ষক এ্যামি ফলস। ১৫ মিনিটে সুযোগ এসেছিল বুরুন্ডিরও। ডান প্রান্ত থেকে জসপিনের গড়ানো শট দক্ষতার সঙ্গে গ্রিপে নেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ২০ মিনিটে রায়হান হাসানের থ্রো থেকে বক্সে জটলার মধ্যে লাফিয়ে উঠে হেড নিতে ব্যর্থ হন রিয়াদুল হাসান। পরের দু'মিনিটে দুটি গোলের সুযোগ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। বা প্রান্ত ধরে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সুফিল। কিন্তু শটটি ঠিকমতো নিতে পারেননি। এরপর রিয়াদুলের জোড়ালো হেড গ্রিপে নেন প্রতিপক্ষ গোলরক্ষক। ৩৪ মিনিটে পোস্টের খুব কাছ থেকে আবারো হেড নিয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু এবারো বল গ্রিপে এ্যামি। পরের মিনিটেই বা প্রান্ত থেকে সুফিলের শট গ্রিপে নেন গোলরক্ষক। ৪৩ মিনিটে ম্যাচে লিড নেয় বুরুন্ডি। বা প্রান্ত থেকে ডিফেন্ডার বস্ন্যানচার্ডের পাসে বল পেয়ে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জসপিন (১-০)। ৪৫ মিনিটে আবারো একইভাবে বলটা বানিয়ে দেন বস্ন্যানচার্ড। দারুণ হেডে দলকে দ্বিতীয় গোল এনে দেন জসপিন (২-০)। প্রথমার্ধ পিছিয়ে থেকে বিশ্রামে যায় বাংলাদেশ। ৪৭ মিনিটে জামাল ভুইয়ার ফ্রি কিক বক্সে লাফিয়ে উঠেও হেড নিতে পারেননি সতীর্থ। ৫০ মিনিটে প্রায় ফাঁকা পোস্ট পেয়েও গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন সাদ উদ্দিন। ৫৪ মিনিটে বুরুন্ডি অধিনায়ক টাম্বোয় আমিসি বক্সে ঢুকে যে শট নেন তা অল্পের জন্য জড়ায়নি জালে। ৫৬ মিনিটে বা প্রান্ত থেকে জামাল ভুইয়ার ডান পায়ের ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে প্রতিহত হয়। ৬০ মিনিটে ডান প্রান্ত থেকে জামাল ভুইয়ার পাস বক্সে হেড নেন সুফিল। কিন্তু অল্পের জন্য জড়ায়নি জালে। পরের মিনিটে রিয়াদুলের হেড বারে লাগে। ৬৬ মিনিটে জামাল ভুঁইয়ার কর্নারে বক্সে সাদের হেডে বাধা হয়ে দাঁড়ায় সাইড পোস্ট। ৭৫ মিনিটে জামালের ফ্রি কিক ফিরিয়ে দেন গোলরক্ষক। ৭৯ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে আবারো গোল আদায় করে নেয় বুরুন্ডি। ছোট বক্সের সামনে থেকে ডান দিক থেকে বাম দিকে ঘুরে বা পায়ের শটে বাংলাদেশের জাল কাঁপান জসপিন (৩-০)। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় হ্যাটট্রিক। আর এই গোলেই জয় নিশ্চিত হয় বুরুন্ডির। আগামী ২৫ জানুয়ারি ফাইনাল ম্যাচটি ৫টার পরিবর্তে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে বুরুন্ডি।