ইতালিয়ান কাপের সেমিতে জুভেন্টাস

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ফিরেই গোল করলেন পর্তুগিজ যুবরাজ। তার প্রথম গোলের পর রোমার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জুভেন্টাস। যদিও বিরতির আগেই প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ালেন রোনালদো-রদ্রিগো বেন্তানকুররা। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি আত্মঘাতী গোল হজম করলেও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। দলের হয়ে একটি করে গোল করেন রোনালদো, বেন্তানকুর ও লিওনার্দো বোনুচ্চি। বুধবার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ৩-১ গোলে রোমাকে হারিয়ে ইতালিয়ান কাপের শেষ চারে উঠেছে ১৩ বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ম্যাচের ২৬তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ প্রান্ত থেকে গঞ্জালো হিগুয়েনের পাস ধরে বাঁ ডি-বক্সে ঢুকে দারুণ এক কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ যুবরাজ। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন্তানকুর। ডগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মধ্য থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান উরুগুয়ের এই মিডফিল্ডার। ৩৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান কস্তা। দূরপালস্নার জোরালো এক শটও নিয়েছিলেন। কিন্তু দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে সে শট ঠেকিয়ে দেন গোলরক্ষক পাউ লোপেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন লিওনার্দো বনুচ্চি। ফিরতি বল ফাঁকায় বল পেয়েছিলেন নিকোলা কালিনিচ। কিন্তু তার শট বারপোস্টে লেগে ফিরে আসে। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়াতে পারতো জুভেন্টাস। ডান প্রান্ত থেকে রোনালদোর ক্রস দারুণ হেড নিয়েছিলেন হিগুয়েইন। কিন্তু তার হেড বারপোস্টে লেগে ফিরে আসে। ৫০তম মিনিটে ব্যবধান কমায় রোমা। কেঞ্জিস উন্দেরের দূরপালস্নার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলেও গোলরক্ষক বুফনের গায়ে লেগে বল জালে জড়ায়। এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও তা থেকে গোল না এলেও জয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে সারির দল।