বাংলাদেশকে শক্তিশালী বলছেন শোয়েব মালিক

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পেছনের পরিসংখ্যান নয়, সাম্প্রতিক পারফরম্যান্সই আসলে বদলে দেয় টি২০'র অনেক হিসেব নিকেশ। সেই সূত্র অনুযায়ী বাংলাদেশের টি২০ দলকে বেশ শক্তিশালী বলেই মন্তব্য করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার সম্পূর্ণ মনোযোগ এখন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে। ম্যাচের আগে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মালিক বলেন, 'বিশ্বকাপ অনেক দূর এবং আমি সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করতে চাই না।' ৩৯ বছর বয়সি শোয়েব মালিককে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে ডেকেছে পাকিস্তান। কারণ আর কিছু নয়-অভিজ্ঞতা। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলেও খেলেছেন তিনি। পারফরমেন্সও মন্দ নয়। ১৫ ম্যাচে ৪৫৫ রান করেছেন রাজশাহী রয়্যালসের এই অলরাউন্ডার। টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় তার দল রাজশাহী রয়্যালস। বাংলাদেশের এই দলের বেশিরভাগ ক্রিকেটারের শক্তিমত্তা ও দুর্বলতা ভালোই জানা আছে তার। সেই সুযোগটা যাতে পাকিস্তান দল তিন ম্যাচের টি২০ সিরিজে কাজে লাগাতে পারে মূলত সেজন্যই তাকে ১৬ জনের দলে ডেকেছে পাকিস্তান। বাংলাদেশ দল প্রসঙ্গে শোয়েব মালিক বলেছেন, 'বাংলাদেশের এই টি২০ দলটি অনেক শক্তিশালী। দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের বেশ ভালো একটা সংমিশ্রণ আছে। বাংলাদেশের ক্রিকেট বেশ ভালোই এগিয়ে এগিয়ে চলেছে। ক্রমশ তাদের ক্রিকেট উন্নয়ন পদ্ধতি ভারসাম্য নিয়ে সামনে বাড়ছে।' পাকিস্তান সফর থেকে মুশফিকুর রহিম নিরাপত্তার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই প্রসঙ্গে শোয়েব মালিক বলেন, 'এই সফরে শুধুমাত্র বাংলাদেশের একজন ক্রিকেটার ব্যক্তিগত কারণে আসেননি। তাকে আমি শুধু একটা অনুরোধ করবো, এবার আপনি এলেন না, কিন্তু পরেরবার নিজে এসে দেখে যান এখানকার নিরাপত্তা পরিস্থিতি কত সুদৃঢ়।'