বনানী সোয়াট ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের সিক্স-এ -সাইড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশের বনানী সোয়াট ক্লাব -ওয়েবসাইট
থাইল্যান্ডে আয়োজিত সিক্স এ সাইড আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বনানী সোয়াট ক্লাব। আট জাতির এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। ঢাকার বনানী সোসাইটির অন্তর্ভুক্ত একটি চ্যারিটি ভিত্তিক স্পোর্টিং ক্লাব। আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল নিজ দেশকে প্রতিনিধিত্ব করে স্বাগতিক দেশ হিসেবে থাইল্যান্ড, ইংল্যান্ড, স্কেন্ডিনেভিয়ার যৌথ দল, স্কটল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সেল্টিক, থাইল্যান্ডে বসবাসকারী আফগান, জাপান, উত্তর আমেরিকার দেশসমূহকে নিয়ে গঠিত একটি দল এবং বাংলাদেশ থেকে বনানী সোয়াট ক্লাব অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল আফগানিস্তান ও ইংল্যান্ডকে লিগ পর্যায়ে, সেল্টিককে টাইব্রেকারে সেমিফাইনালে, এবং ৩-২ গোলে ফাইনালে জাপানকে হারায়। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ফুটবলে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড গঠন করে থাকে, বাংলাদেশ দলটি ছিল প্রাইভেট ভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র, কর্পোরেট লিগে নিয়মিত অংশগ্রহণ করা খেলোয়াড় ও আধাপেশাদার পর্যায়ের খেলোয়াড়দের মিশেলে গঠিত একটি স্কোয়াড। দাতব্য পর্যায়ের সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত বনানী সোয়াট ক্লাব ফুটবলের দীর্ঘস্থায়ী উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সারাদেশব্যাপী ফুটবলকে জাগিয়ে তুলতে এবং তার হারানো গৌরব ফিরিয়ে আনতে একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে।