ফিলিস্তিনের শিরোপা ধরে রাখার প্রত্যয়

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের আগের দিন শুক্রবার ফিলিস্তিনের অধিনায়ক আবু সালেম ও বুরুন্ডির অধিনায়ক টাম্বোয় আমিসি ট্রফি উন্মোচন করেন -বাফুফে
বঙ্গবন্ধু গোল্ডকাপে বরাবরের মতোই ফাইনালে নেই স্বাগতিক বাংলাদেশ। তাই অনেকটাই বিবর্ণ জাতির পিতার নামে আয়োজিত এই টুর্নামেন্ট। ষষ্ঠ আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। বিকাল ৪টায় বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে আফ্রিকার দল বুরুন্ডি। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভালো খেলে প্রথমবার শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেছে বুরুন্ডি। অন্যদিকে নিজেদের শিরোপা ধরে রাখার প্রত্যয় ফিলিস্তিনের। বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হয় ১৯৯৬ সাল থেকে। ২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ আসরে প্রথমবারের মতো অংশ নেয় ফিলিস্তিন। আর এসেই শিরোপা জয় করে নেয় তারা। এবারের আসরেও শুরু থেকেই ফেবারিটের তকমাটা তাদের পাশে ছিল। শুরুতেই অনুমেয় ছিল ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বুরুন্ডি। কারণর্ যাংকিং আর পারফরম্যান্সের বিচারে 'বি' গ্রম্নপের ফেবারিট দল ছিল তারা। কিন্তু নিজেদের মাঠে টুর্নামেন্ট, তাই বাংলাদেশকে ফাইনালে দেখার স্বপ্ন ছিল দেশের ফুটবল দর্শকদের। কিন্তু সেই প্রত্যশাটা পূরণ করতে পারেননি জামাল-সুফিলরা। গত আসরের মতোই এবারও টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নিয়েছে লাল-সবুজরা। শক্তিধর ফিলিস্তিন চায় আবারও শিরোপা জিতে এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। অপরদিকে আফ্রিকান দল বুরুন্ডি প্রথমবারের মতো শিরোপা জিতে নতুন ইতিহাস রচনা করতে চায়। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। ফিলিস্তিনের হেড কোচ মাকরাম বাবউব বলেছেন, 'আমরা এখানে শিরোপা জিততেই এসেছি। কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছে পৌঁছে গেছি। ফাইনাল ম্যাচে জয়ের বিকল্প ভাবছি না।' দলীয় অধিনায়ক মুসাব আবু সালেম বলেছেন, 'বুরুন্ডি ভালো দল। আমরা গত আসরে শিরোপা জিতেছিলাম। এবারও সেটি ধরে রাখতে চেষ্টা করব। আশা করি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল হবে।' বুরুন্ডি হেড কোচ জসলিন বিফুবুসা বলেন, 'অবশ্যই আমরা শিরোপা জিততেই মাঠে নামব। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয়ে ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা ফাইনালে জয়ের দিকে তাকিয়ে আছি।' দলীয় অধিনায়ক টাম্বোয় আমিসি বলেছেন, 'ফিলিস্তিন ভালো দল। তবে আমরাও জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী। ভালো খেলে প্রথমবারের মতো শিরোপা জিতে ঘরে ফিরতে চাই।' ফিলিস্তিন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।র্ যাংকিংয়ে তারা আছে ১০৬তম অবস্থানে। এবারের আসরে গ্রম্নপ পর্বে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে শুরু। এরপর গ্রম্নপ পর্বে শ্রীলংকাকেও একই ব্যবধানে হারায় ফিলিস্তিন। সেমিফাইনালে সিশেলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মধ্যপ্রাচ্যের দেশটি। অপরদিকে এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলতে এসেছের্ যাংকিংয়ে ১৫১তম স্থানে থাকা বুরুন্ডি। 'বি' গ্রম্নপের ফেবারিট দল ছিল তারা। প্রথম ম্যাচে মরিশাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু। পরের ম্যাচে সিশেলসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করে। সেখানে স্বাগতিক বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় তারা। তাদের অন্যতম ফরোয়ার্ড জসপিন সিমিরিমানা এখন পর্যন্ত ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে আছেন। টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিক করার কৃতিত্বটিও তারই। দলটির স্কোরলাইনই বলে দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন হলেও বুরুন্ডিকে হারিয়ে দেয়াটা খুব একটা সহজ হবে না ফিলিস্তিনের জন্য। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার ঘরে যায় শিরোপা।