শেষ ষোলোয় নাদাল-ফেদেরার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৫০

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ঘাম ঝরানো জয়ের পর উচ্ছ্বসিত রজার ফেদেরার -ওয়েবসাইট
প্রথম দুই সেট জিততে লাগলো মোটে ৫৬ মিনিট। তৃতীয় সেট জিততে একটু বেশি সময় লাগায় জয়ের আনুষ্ঠানিকতা আসতে দেরি হয়েছে রাফায়েল নাদালের। তাতে অবশ্য স্প্যানিশ তারকার আলো ছড়ানো পারফরম্যান্স এতটুকু উজ্জ্বলতা হারায়নি। এককথায় অস্ট্রেলিয়ান ওপেনে উড়ছেন টেনিসের নাম্বার ওয়ান। রেকর্ড ২০তম গ্র্যান্ড স্স্নাম জয়ের অভিযানে থাকা নাদাল উঠে গেছেন প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে। স্প্যানিশ তারকা নাদালের মতো অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরারও। তবে নাদালের মতো সহজ পায়নি, বেশ ঘাম ঝরিয়ে জয় পেলেন সুইস তারকা। এছাড়া শেষ ষোলোয় উঠেছেন রেকর্ড সাত বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ২০তম গ্র্যান্ড স্স্নাম জিতে রজার ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেছেন নাদাল। সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে স্প্যানিশ তারকা জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে। তাইতো বছরের প্রথম গ্র্যান্ড স্স্নামের তৃতীয় রাউন্ডে স্বদেশি পাবলো কারেঙ্কো বুস্তাকে হারিয়েছেন তিনি ৬-১, ৬-২, ৬-৪ সেটে। ২০১৬ সালে সবশেষ স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ফার্নান্দো ভার্দাস্কোর কাছে হেরেছিলেন নাদাল। এরপর থেকে ছুটছে জয়রথ, স্বদেশিদের বিরুদ্ধে নিজের জয়ের রেকর্ডটা নিয়ে গেছেন ১৮-তে। ১ ঘণ্টা ৩৮ মিনিটে জয় নিশ্চিত করা ম্যাচটিকে এবারের আসরের সেরা বলছেন নাদাল, 'কোনো সন্দেহ নেই চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই আমার সেরা ম্যাচ। একটু একটু করে প্রতিদিন আমি উন্নতি করছি।' সঙ্গে যোগ করেছেন, 'পাবলোর জন্য খারাপ লাগছে। ও আমার খুব ভালো বন্ধু, বাকি মৌসুমের জন্য শুভকামনা থাকলো। তবে চতুর্থ রাউন্ডে ওঠা আমার জন্য নিঃসন্দেহে ভালো খবর।' চতুর্থ রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার নিক কিরগিয়োস কিংবা রাশিয়ার ১৬তম বাছাই কারেন কাচানোভোর বিপক্ষে। ছেলেদেরর্ যাংকিংয়ের এখন এক নম্বরে নাদাল। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফেবারিটও তিনি। সেটা অবশ্য তার কোর্টের খেলাই বলে দিচ্ছে। চতুর্থ রাউন্ডে ওঠার পথে এখন পর্যন্ত একটি সেটও হারেননি তিনি। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিস সঙ্গে দ্বিতীয় সেটে কঠিন লড়াই করতে হয়েছিল তার, তবে ঠিকই ম্যাচ জেতেন সরাসরি সেটে। এদিকে রোমাঞ্চকর লড়াইয়ের শুরুটা করলেন হার দিয়ে। ঘুরে দাঁড়ালেন দারুণভাবে, ম্যাচ গড়ালো পঞ্চম সেটে। টাইব্রেকারে বড় ব্যবধানে পিছিয়ে হারের শঙ্কায় পড়েছিলেন রজার ফেদেরার। শেষ পর্যন্ত অবশ্য জয় হয়েছে অভিজ্ঞতার। স্নায়ুচাপ ধরে রেখে যুক্তরাষ্ট্রের জন মিলম্যানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন ছয়বারের চ্যাম্পিয়ন। মেলবোর্ন পার্কে শুক্রবার চার ঘণ্টা তিন মিনিটের লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৭-২), ৬-৪, ৪-৬, ৭-৬ (১০-৮) গেমে জেতেন রেকর্ড ২০ গ্র্যান্ড স্স্নাম জয়ী সুইস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তার শততম জয়। টাইব্রেকারে এক পর্যায়ে ৮-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। এরপর টানা ছয় পয়েন্ট নিয়ে শেষ হাসি হাসেন তিনি। আর শেষ ষোলোয় ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচচোভিচ। চতুর্থ রাউন্ডের টিকেট পেতে তেমন বেগ পেতে হয়নি বর্তমান ও প্রতিযোগিতার রেকর্ড সাত বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৮৫ মিনিটে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান ১৬ গ্র্যান্ড স্স্নাম জয়ী এই সার্বিয়ান তারকা। আর শেষ ষোলোয় দুই নম্বর বাছাই জোকোভিচের প্রতিপক্ষ আর্জেন্টিনার চতুর্দশ বাছাই দিয়েগো শয়ার্টসমান। ২০১৯ সালের এটিপি ফাইনালস জয়ী ও গ্রিসের ষষ্ঠ বাছাই স্টেফানোস সিৎসিপাসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন কানাডার মিলোস রাওনিচ। আর মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সিমোনা হালেপ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্তেভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন রোমানিয়ার চতুর্থ বাছাই। এছাড়াও মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে ইউক্রেনের পঞ্চম বাছাই এলিনা ভিতোলিনাকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন দুইবারের গ্র্যান্ড স্স্নাম জয়ী গার্বিনে মুগুরুসা।