সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৫৪

ক্রীড়া ডেস্ক
ম্যানইউকে ২০ হাজার পাউন্ড জরিমানা মাঠে ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন)। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে রেফারির সঙ্গে বাজে আচরণ করে ম্যানইউয়ের খেলোয়াড়রা। ২৬তম মিনিটে রবার্তো ফিরমিনো প্রতিপক্ষের জালে বল জড়ালে গোলের বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি। আর এ সময় রেফারির দিকে তেড়ে যান ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। সে সময় হলুদ কার্ড দেখেন ডেভিড ডি গিয়া। এবার এলো আরও বড় শাস্তি। কন্যা সন্তানের বাবা হলেন রাসেল বাবা হওয়ার প্রাক সেলিব্রেশনে 'বেবি রাসেল' বলে গত সেপ্টেম্বরেই বিশেষ পার্টি থ্রো করেছিলেন আন্দ্রে রাসেল ও তার স্ত্রী জ্যাসিম লোরা। বিশেষ এই অনুষ্ঠানের মাঝেই স্ত্রীর হাতে বল ধরিয়ে দিয়ে নিজে ব্যাটিং করেছিলেন রাসেল। লোরা আন্ডারআম বল করলে রাসেল সেটি হিট করা মাত্রই আকাশ গোলাপি স্মোকে ভরে যায়। এরপর রাসেল ঘোষণা করে দেন তাদের কোল আলো করে আসছে কন্যা সন্তান। এবার বাবা হওয়ার খবরটি দিয়েছেন তিনি নিজেই। রাসেল ও জ্যাসিম লোরা দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান। কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী রয়্যালসকে নেতৃত্বে দিয়ে শিরোপা এনে দিয়েছিলেন রাসেল। এবার ওয়েস্ট ইন্ডিজের তারকা এই অলরাউন্ডার কন্যা সন্তানের বাবা হলেন। সামাজিক যোগাযোগমাধ্য ইনসটাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ছবিটিতে দেখা যায়, তিনি একটি বাচ্চার কোমল হাত ধরে আছেন। আর ক্যাপশনে লিখেন, 'অ্যামিয়া এস রাসেল পৃথিবীর মুখ দেখল। ঈশ্বর সবসময় ভালো। এমন রানির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। রাসেল তার কন্যাসন্তানের নাম রেখেছেন আমিয়া এস রাসেল। এর আগে ২০১৬ সালে মডেল স্ত্রী জ্যাসিম লোরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাসেল।