বড় জয়ে ব্যবধান কমাল বায়ার্ন

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ফুটবল
বুন্দেসলিগায় শালকেকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিপজিগের সঙ্গে ব্যবধান কমিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন। আর এই জয়ে লিগে দলটি টানা পঞ্চম জয়ের দেখা পেল। রবার্তো লেভানদোভস্কির নৈপুণ্যে শালকের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাভারিয়ানরা। রাতের আরেক ম্যাচে কোনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। মাঠে নামলে রবার্তো লেভানদোভস্কির গোল পাওয়াটা যেন নিয়মে পরিণত হয়েছে। তার নৈপুণ্যে শালকের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন পোলিশ স্ট্রাইকার। আসরে এটি তার ২১তম গোল। টিমো ভেরনারকে ছাড়িয়ে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন লেভানদোভস্কি। বিরতির ঠিক আগে লেয়ন গোরেটস্কার হেড পাস পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। এরপর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নিজেই ব্যবধান আরও বাড়ান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা। এর আট মিনিট পর লেভানদোভস্কির পাস পেয়ে স্কোরলাইন ৪-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা। আর ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জার্মান মিডফিল্ডার সের্গে জিনারি। আর এই জয়ে ১৯ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৩৯। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিপজিগ। এদিকে বরুসিয়া ডর্টমুন্ডে এসে আর্লিং হালান্ড যেন গোল বন্যা বইয়ে দিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচে করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। বুন্দেসলিগায় কোণের বিপক্ষে তার জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ডর্টমুন্ড। ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ডর্টমুন্ড। ম্যাচের প্রথম মিনিটেই সানচোর দুর্দান্ত এক অ্যাসিস্টে দলকে প্রথম লিড এনে দেন রাফায়েল গুরেইরো। আর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো রিউস। ম্যাট হামেলসের বাড়িয়ে দেয়া পাস জালে জড়াতে বিন্দুমাত্র বিলম্ব করেননি এই জার্মান ফরোয়ার্ড। বিরতি থেকে ফিরেই দলকে আবার এগিয়ে দেন সানচো। মার্কো রিউসের সাহায্যে দলের স্কোরশিটে তৃতীয় গোল যোগ করেন এই ইংলিশ মিডফিল্ডার। আর ৬৪তম মিনিটে একটি গোল শোধ করে সফরকারীরা। এরপরই শুরু হয় হালান্ডের তান্ডব। ৭৭ এবং ৮৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে দুইবার বল জড়িয়ে বসেন ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। এতে করে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড। বরুসিয়া ডর্টমুন্ডের জার্সি গায়ে এযাবৎ হালান্ড খেলেছেন ৬১ মিনিট। গোল করেছেন ৫টি। সেই সঙ্গে রয়েছে একটি হ্যাটট্রিকও।