রাহুল-শ্রেয়াসের ব্যাটে জিতল ভারত

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অকল্যান্ডে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল অসাধারণ এক হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে জিতিয়েছেন বড় ব্যবধানে, নিজে হয়েছেন ম্যাচসেরা -ওয়েবসাইট
আগের ম্যাচে হয়েছিল রান উৎসব। এবার দেখা গেল বোলারদের দাপট। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি, মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাহদের পেসে কাবু হয়ে নিউজিল্যান্ড আটকে যায় অল্প রানে। পরে লোকেশ রাহুলের ফিফটি আর শ্রেয়াস আইয়ারের ঝলমলে আরেক ইনিংসে অনায়াসে কাজ সেরেছে ভারত। রোববার অকল্যান্ডে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩২ করেছিল নিউজিল্যান্ড। ১৫ বল হাতে রেখে ওই রান টপকে ৭ উইকেটে জিতেছে ভারত। পাঁচ ম্যাচ টি২০ সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। ১৩৩ রানের মামুলি লক্ষ্যে রোহিত শর্মা ফিরে যান শুরুতেই। ১১ রান করে বিদায় নেন অধিনায়ক বিরাট কোহলিও। কিন্তু কিউই বোলারদের আর চেপে বসতে দেননি রাহুল-শ্রেয়াস। তৃতীয় উইকেটে দুজনের ব্যাটে জমে উঠে জুটি। এক জুটিতেই ম্যাচ শেষের দিকে নিয়ে যান তারা। জয়ের একদম কাছে ছক্কা মেরে খেলা দ্রম্নত শেষ করতে গিয়ে ৩৩ বলে ৪৪ করে ফিরে যান শ্রেয়াস। আগের ম্যাচে দলকে জেতানো শ্রেয়াস ৮৬ রানের এই জুটিতেও ছিলেন বেশি আগ্রাসী। ৫০ বলে ৫৭ করে অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। এর আগে টস জিতে নিজেরা ব্যাট করতে গিয়ে স্বস্তি পায়নি নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মনরো শুরুটা এনেছিলেন ঝড়ো। ২০ বলে ৩৩ করা গাপটিলকে ফিরিয়ে ঝড় থামান শার্দুল ঠাকুর। বদলে যেতে থাকে ম্যাচের ছবি। মনরোকে ছেঁটে ফেলেন শিভম দু্যবে। মাঝের ওভারে বল করতে রান আটকে দেওয়ার সঙ্গে কিউইদের মিডল অর্ডারে বড় আঘাত হানেন জাদেজ। ফিরিয়ে দেন কেন উইলিয়ামসন আর কলিন ডি গ্র্যান্ডহোমকে। ৪ ওভার বল করে মাত্র ১৮ রানে ২ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। এরপর রস টেইলরকে ডানা মেলতে দেয়নি ভারত। টিম সেইফার্ট রান আনলে কিছুটা ভদ্রস্থ হয় নিউজিল্যান্ডের সংগ্রহ। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩২/৫ (গাপটিল ৩৩, মনরো ২৬, উইলিয়ামসন ১৪, গ্র্যান্ডহোম ৩, টেইলর ১৮, সেইফার্ট ৩৩*, স্টান্টনার ০*; শার্দুল ১/২১, বুমরাহ ১/২১, দু্যবে ১/১৬, জাদেজা ২/১৮)। ভারত: ১৭.৩ ওভারে ১৩৫/৩ (রোহিত ৮, রাহুল ৫৭*, কোহলি ১১, শ্রেয়াস ৪৪, সাউদি ২/২০, সোধি ১/৩৩)। ফল: ভারত ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: লোকেশ রাহুল। সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ভারত ২-০তে এগিয়ে।