সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ে দল ঢাকায় আসছে ১৫ ফেব্রম্নয়ারি ক্রীড়া প্রতিবেদক পাকিস্তান সফর শেষ না হতেই টাইগারপ্রেমীদের জন্য এলো সুখবর। আগামী ১৫ ফেব্রম্নয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চার সপ্তাহের সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলবে সফরকারীরা। রোববার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২-২৬ ফেব্রম্নয়ারি একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। তার আগে ১৮-১৯ ফেব্রম্নয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ১, ৩ ও ৬ মার্চ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকায় ফিরে ৯ ও ১১ মার্চ টি২০ সিরিজের ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। ছয় মাসের ব্যবধানে তিন সংস্করণে খেলতে বাংলাদেশ সফরে আসছে তারা। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা ছিল মার্চে। পাকিস্তানে তিন ধাপে সফর-সূচির কারণে জিম্বাবুয়ের সূচি এগিয়ে আনা হয়েছে। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ ক্রীড়া প্রতিবেদক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর মহান উক্তি 'সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই' প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপি, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, পোলারের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুলস্নাহ আল মামুন প্রমুখ। করোনাভাইরাস নিয়ে শঙ্কিত অলিম্পিক কমিটি ক্রীড়া ডেস্ক চীনের রাজধানী বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। আসন্ন এই আসরের অ্যালপাইন স্কি ইভেন্টটি পরিচালনার আগে একটি পরীক্ষামূলক ইভেন্ট আগামী ১২-১৬ ফেব্রম্নয়ারি বেইজিংয়ের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ানকিংয়ে অনুষ্ঠিত হবে। চাইনিজ রিসোর্ট হিসেবে পরিচিত এই ইয়ানকিং শহরকে ঘিরে চীনে চলমান ভাইরাস আতঙ্ক নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছে। চীনের উহান নগরীতে ছড়িয়ে পড়া এই মরণঘাতী ভাইরাসে ইতোমধ্যেই বেশ কয়েকজনের মৃতু্যর খবর নিশ্চিত করেছে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। হাজারেরও ওপর মানুষ ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে উহান ছাড়িয়ে ভাইরাসটি চীনের প্রায় ৩০টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। যদিও আন্তর্জাতিক স্কি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সারাহ লুইস বলেছেন, বর্তমান পরিস্থিত অনুযায়ী ইয়ানকিং এখনো শঙ্কা মুক্ত। তবে ভবিষ্যতের কথা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও জানিয়েছেন ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নইএইচও) সঙ্গে যোগাযোগ রেখেই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) এই ইভেন্টটি পরিচালনা করছে। তাদের মেডিকেল নির্দেশনা মেনেই ইভেন্টটি আয়োজন করা হচ্ছে।