দল গুছিয়ে নিল বিসিএলের ফ্র্যাঞ্চাইজিরা

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একমাত্র প্রথম শ্রেণির ক্রিকেট লিগ হলো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের এবারের আসর। এর আগে সোমবার হয়ে গেল পেস্নয়ার্স ড্রাফট। চার দলের এ টুর্নামেন্টের জন্য জাতীয় দলের বেশ কয়েকজন তারকাসহ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের স্কোয়াডে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। জাতীয় লিগ মাতানো ৮০ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত হচ্ছে এবারের বিসিএল। এবারের আসরের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বিপ টেস্টও। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয় বিসিএলের পেস্নয়ার্স ড্রাফট। এবার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ছেড়ে দেওয়ায় এই দলটিরও দায়িত্ব নিজেদের কাছে নিয়েছে বিসিবি। এখন তাই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল দল দুটি থাকছে বিসিবির অধীনে। আগেরবারের মতোই মধ্যাঞ্চলের দায়িত্বে থাকছে ওয়ালটন। আগের মতোই পূর্বাঞ্চল দল চালাবে ইসলামী ব্যাংক। তবে এবার ম্যাচ কমে যাচ্ছে বেশ কিছু। ঢাকা প্রিমিয়ার লিগের জন্য স্স্নট বের করতে চার আসর পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসর হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। জাতীয় লিগের মতো ম্যাচ ফি বাড়ছে বিসিএলেও। সেই হার অবশ্য খুব বেশি নয়। এবার ৫ হাজার বাড়িয়ে ম্যাচ ফি করা হচ্ছে ৬৫ হাজার। প্রথম রাউন্ডে ৩১ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে বিসিবির দুই দল দক্ষিণাঞ্চল আর উত্তরাঞ্চল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।