বার্সাকে টপকে শীর্ষে জিদানের দল

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রোববার লা লিগায় রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ার পর গোলদাতা নাচোকে অভিনন্দন জানান কোচ জিনেদিন জিদান -ওয়েবসাইট
লা লিগায় রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। নাচোর একমাত্র গোলে স্প্যানিশ লিগ টেবিলের শীর্ষে বসেছে জিনেদিন জিদানের দল। গত কিছুদিন টেবিলের শীর্ষ পয়েন্ট নামের পাশে রাখতে পারলেও শীর্ষে বসা হচ্ছিল না রিয়ালের। বার্সেলোনার সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে দুইয়ে থাকতে হচ্ছিল। আগের রাতে বার্সা হারায় যে সুযোগ এসেছিল, পরের রাতে তা পুরোপুরি কাজে লাগিয়ে ৩ পয়েন্টে এগিয়ে এখন বার্নাবু্যর রাজারা। সবশেষ জয়ে ২১ রাউন্ড শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৪৬। দুইয়ে ৪৩ পয়েন্টের বার্সেলোনা। রোববার রাতে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল কাসেমিরোর একটি গোল ভিএআরে বাতিল হয়ে না গেলে। সেই আক্ষেপ মেটাতে মেটাতে খেলা দ্বিতীয়ার্ধেরও অনেকটা গড়িয়ে যায়। অবশেষে ৭৮ মিনিটে আসে স্বস্তি। ক্রুসের ক্রসে বাতাসে বল পেয়ে মাথার খেল দেখান নাচো। হেডে জাল খুঁজে নেন। লিড নিয়ে ফেলে রিয়াল। সেই গোলেই আসে জয়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে ওঠার জয়। এদিকে সিরি আ'তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া নাপোলি দেখা দিল পুরনো চেহারায়। সিরি আ'য় বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে দিল জেন্নারো গাত্তুসোর দল। নিজেদের মাঠে রোববার ২-১ গোলে জিতেছে নাপোলি। দ্বিতীয়ার্ধে পোলিশ মিডফিল্ডার পিয়তর জিয়েলিনেস্কির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন ইতালিয়ান ফরোয়ার্ড লরেন্সো ইনসিনিয়ে। শেষ সময়ে একটি গোল পরিশোধ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠে টানা চার ম্যাচ হারের পর জয়ের দেখা পেল নাপোলি। সবমিলে শেষ ১৩ লিগ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে লিগে টানা চার জয়ের পর হারের স্বাদ পেল জুভেন্টাস। আসরে এটি তাদের দ্বিতীয় পরাজয়। ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট জুভেন্টাসের। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দশে নাপোলি। অন্যদিকে লিগ ওয়ানে নেইমারের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে পিএসজি। রোববার লিঁলের মাঠে ২-০ গোলে জেতে টমাস টুখেলের দল। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৮তম মিনিটে দারুণ নৈপুণ্যে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে পাস বাড়ান মার্কো ভেরাত্তিকে। ফিরতি পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ৫২তম মিনিটে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের গোল হলো ১৩টি। ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে মার্শেই। সপ্তম স্থানে থাকা লিঁলের পয়েন্ট ৩১।