নারী ফুটবল লিগে ৭ অচেনা দল

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে নারী ফুটবল লিগের তৃতীয় আসর। যেখানে ৮ দলের মধ্যে একমাত্র বসুন্ধরা কিংসই প্রিমিয়ার ফুটবল লিগের দল

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাত বছর পর নারী ফুটবল লিগ শুরু হচ্ছে ৩১ জানুয়ারি। লিগে একমাত্র শক্তিশালী ও পরিচিত দল বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা -ওয়েবসাইট
বাংলাদেশের ফুটবলে ছেলেদের দল যখন ভরাডুবিতে। তখন দেশের ফুটবলের বিজ্ঞাপন হয়ে এসেছিলেন নারী ফুটবলাররা। জাতীয় আর বয়স ভিত্তিক দল নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে একের পর এক সাফল্য উপহার দিয়ে গেছেন নারী ফুটবলাররা। কিন্তু এই সাফল্যের কারিগররাই ঘরের ফুটবলে বড্ড অবহেলিত। কারণ গত এক যুগে সব মিলে মাত্র দু'বার মাঠে গড়িয়েছে নারীদের লিগ। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে নারী ফুটবল লিগের তৃতীয় আসর। যেখানে ৮ দলের মধ্যে একমাত্র বসুন্ধরা কিংসই প্রিমিয়ার ফুটবল লিগের দল। দেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই ভালো ফলাফল করে আসছে বাংলাদেশের মেয়েরা। নিয়মিত লিগ আয়োজন হলে সেই ফলাফলটা হয়তো আরও ভালো হতে পারতো। মেয়েদের রুটি রুজির দরজাটাও খুলে যেত। কিন্তু নারী ফুটবলের ইতিহাস বলছে সব মিলে মাত্র দুটি লিগ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০১১ সালে শুরু হবার পর সর্বশেষ ২০১৩ সালে হয়েছিল নারী ফুটবল লিগ। মাঝে পেরিয়ে গেছে ৬ টি বছর। ৭ বছর পর আবারো ঘরোয়া ফুটবল। কিন্তু সেখানে নেই প্রিমিয়ার লিগের অধিকাংশ ক্লাবই। সব মিলে ৮ ক্লাব। কিন্তু তার অধিকাংশই অচেনা, অখ্যাত। একমাত্র বসুন্ধরা কিংসই এসেছে প্রিমিয়ার লিগের ক্লাব হিসেবে। এবারের লিগের অন্য ক্লাবগুলো হচ্ছে, এসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, কুমিলস্না ইউনাইটেড, স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ফুটবল একাডেমি ও স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। জাতীয় দলের অধিকাংশ ফুটবলারই বসুন্ধরার তাবুতে। সেখানে মেয়েরা দুই থেকে ৫ লাখ টাকা করে পারিশ্রমিকও পাচ্ছেন। দেওয়া হচ্ছে সবরকম সুযোগ সুবিধাও। প্রিমিয়ার লিগের দলগুলো যদি অংশগ্রহণ করত তাহলে বেশিরভাগ নারী ফুটবলারই আর্থিকভাবে লাভবান হতে পারতেন। কিন্তু এর আগে লিগে ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ জামালের মতো ক্লাবগুলো দল গড়লেও এবার তারা অংশ নেননি। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, 'প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে বারবার অনুরোধ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। একারণেই অন্যদের নিয়ে লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে।' অচেনা অখ্যাত ক্লাবের ভিড়ে একমাত্র দাপুটে ক্লাব বসুন্ধরা কিংস। ছেলেদের ফুটবলের মতো মেয়েদের ফুটবলেও আধিপত্য বিস্তার করতে চায় কিংসরা। আসন্ন লিগে সেরা ফলাফল করার লক্ষ্য ক্লাবটির সভাপতি ইমরুল হাসানের, মেয়েদের লিগেও আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সে লক্ষ্যেই দল গড়েছি। তবে অন্যদলগুলোও ভাল। প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাব অংশ নিলে আরও লিগ আরও জমজমাট হতো। আশা করি ভবিষ্যতে বাফুফে তাদের এই লিগে নিয়ে আসবে।' অধিনায়ক সাবিনা বললেন, 'বসুন্ধরা কিংসকে ধন্যবাদ দারুণ একটা দল গঠন করার জন্য। দশ বছর ধরে দেশে বিদেশে ফুটবল খেলেছি। আশা করি, সে অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। এই দল নিয়ে আমরা ক্লাবকে লিগ শিরোপা উপহার দিতে পারব।' দলের আরেক ফুটবলার মারিয়া মান্দা এবারই প্রথম লিগে খেলতে যাচ্ছেন। নিজের দল নিয়ে মারিয়া বলেছেন, 'প্রথম বারের মতো লিগে খেলছি। খুব ভালো লাগছে। বসুন্ধরা কিংসসে খেলতে পারছি। এখানে জাতীয় দলের অনেক ফুটবলার আছে। তাই আরও ভাল লাগছে। অন্যান্য দলগুলোও ভাল। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগ হবে।' যদিও ৩১ তারিখ থেকে লিগ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সামনেই সিটি নির্বাচন। তাই যথাসময়ে লিগ শুরু না হওয়ার সম্ভাবনাটাই বেশি। বাফুফের বিশ্বস্ত সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ে না হলে সিটি নির্বাচনের পর শুরু হবে মেয়েদের লিগ। তবে সেটা কয় তারিখ থেকে তা এখনো ঠিক হয়নি।