এক লাফে ১৫ দিন পেছাল লিগ

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ঘরোয়া ফুটবলের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)। যার দ্বাদশ আসরটি মাঠে গড়াবার কথা ছিল আজ থেকে। বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না লিগ তা আগেই জানা গিয়েছিল। বুধবার সভা করে ১৫ দিন পর লিগ শুরুর সিদ্ধান্ত জানিয়েছে বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটি। ঘরোয়া ফুটবলের সব থেকে জনপ্রিয় আসর পেশাদার ফুটবল লিগ। প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুম এড়াতে আগে-ভাগে লিগ শুরু করার পরিকল্পনা করেছিল বাফুফে। শেষ পর্যন্ত ঠিক হয়েছিল আজ (৩০ জানুয়ারি) থেকে শুরু হবে লিগের দ্বাদশ আসরটি। কিন্তু সেই তারিখটিও ঠিক রাখতে পারেনি বাফুফে। লিগ শুরুর আগের দিনই জরুরি সভা ডেকে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে আগামী ১৩ ফেব্রম্নয়ারি থেকে লিগ শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুফে। ১ ফেব্রম্নয়ারি সিটি নির্বাচন সেদিন যানবাহন বন্ধ থাকবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫ ফেব্রম্নয়ারি এএফসি কাপে ঢাকা আবাহনী খেলবে মালদ্বীপের মাজিয়া ক্লাবের বিপক্ষে। যে সব কারণে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংসসহ বেশ কয়েকটি ক্লাবের আপত্তি এই সময়ে লিগে খেলতে। আর তাই ক্লাবের কাছে আবারো হার মানতে হয়েছে বাফুফেকে। বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী লিগ পেছানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'আমাদের ঢাকা আবাহনী ক্লাব এএফসি কাপে অংশ নিচ্ছে। ৫ তারিখে ঢাকায় এবং ১২ তারিখে মালদ্বীপে তাদের ম্যাচ রয়েছে। যেহেতু তারা জাতীয় দলের মতোই দেশের প্রতিনিধিত্ব করে। তাই যাতে আবাহনী সেখানে ভালো ফলাফল করতে পারে ক্লাবগুলোর মতামত নিয়েই আগামী ১৩ তারিখ থেকে পেশাদার লিগের ২০২০ সালের আসরটি আমরা শুরু করতে যাচ্ছি।'