সুপার ওভারে ভারতের নাটকীয় জয়

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক কেন উইলিয়ামসনের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। আর তাই শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে রস টেলরের ছক্কায় লক্ষ্য চলে আসে নাগালে। কিন্তু শেষ চার বলে দুই রানের সমীকরণ মেলাতে পারেনি স্বাগতিকরা। সুপার ওভারেও জয়ের সুবাস পাচ্ছিল কিউইরা। তবে শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে নাটকীয় জয় এনে দিলেন রোহিত শর্মা। আর তাতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি২০ জিতে ৩-০তে সিরিজ জয় নিশ্চিত করেছে বিরাট কোহলির ভারত। হ্যামিল্টনে বুধবার টস হেরে ব্যাট করতে নামা ভারত ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে করে ১৭৯ রান। রান তাড়ায় এক উইকেট বেশি হারানো নিউজিল্যান্ডও থামে ওই ১৭৯ রানেই। সুপার ওভারে কিউইরা তোলে ১৭ রান। জবাবে প্রথম চার বলে ভারত ৮ রান করায় শেষ দুই বলে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০। টিম সাউদিকে পরপর দুবার মাঠের বাইরে পাঠিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। ম্যাচসেরা হন রোহিত শর্মা। সংক্ষিপ্ত স্কোর : ভারত - ২০ ওভারে ১৭৯/৫ (রোহিত ৬৫, রাহুল ২৭, দুবে ৩, কোহলি ৩৮, শ্রেয়াস ১৭, পান্ডে ১৪*, জাদেজা ১০*; বেনেট ৩/৫৪, স্যান্টনার ১/৩৭, ডি গ্র্যান্ডহোম ১/১৩)। নিউজিল্যান্ড - ২০ ওভারে ১৭৯/৬ (গাপটিল ৩১, উইলিয়ামসন ৯৫, টেলর ১৭, সাইফার্ট ০*; শার্দুল ২/২১, শামি ২/৩২, চাহাল ১/৩৬, জাদেজা ২/১৮, দুবে ০/১৪)। ফল: ম্যাচ টাই (সুপার ওভারে ভারত জয়ী)। সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ভারত ৩-০তে এগিয়ে। ম্যাচসেরা : রোহিত শর্মা।