বিশ্বকাপে স্মার্ট ক্রিকেট খেলতে চান সালমারা

বাংলাদেশ স্কোয়াড

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মোছা. রিতু মনি ও সোভানা মুস্তারী। স্ট্যান্ডবাই পাঁচজন: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পুজা চক্রবর্তী ও রাবেয়া খাতুন।
ওয়েস্ট ইন্ডিজে গত টি২০ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের হতাশায় ডুবিয়েছে ব্যাটিং। ফিরতে হয়েছে জয়ের খাতা শূন্য রেখেই। দুই বছর পর বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ার মাটিতে। আসর থেকে দু-একটা জয় নিয়েই ফিরতে চায় টিম টাইগ্রেস। অধিনায়ক সালমা খাতুন জানালেন, তার দলের লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা। আগামী ২১ ফেব্রম্নয়ারি শুরু হবে বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়া যাচ্ছে মেয়েরা। রোববার ব্রিসবেন হয়ে গোলকোস্টে যাবে বাংলাদেশ দল। সেখানে বিসিবির খরচে হবে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প। ১৪ ফেব্রম্নয়ারি থেকে আইসিসির অধীনে মেলবোর্নে ক্যাম্প করবেন সালমা-রুমানারা। মেয়েরা দেশ ছাড়ার বেশ আগেই বৃহস্পতিবার হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক সালমা জানালেন লক্ষ্যের কথা, 'আমরা তো সবাই আশা করে যাই যে ভালো ক্রিকেট খেলব, একটা-দুটা ম্যাচ জিতব। সেটা সবার মধ্যেই থাকে। এবারও আশা করছি আমরা একটা-দুটো ম্যাচ জিতব। এই আশা নিয়েই আমরা যাচ্ছি বিশ্বকাপে।' দশ দলের টুর্নামেন্টে কঠিন গ্রম্নপে পড়েছে টিম টাইগ্রেস। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে লড়বে লাল-সবুজরা। ভারত, শ্রীলংকার সঙ্গে অতীতে খেললেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলেনি বাংলাদেশের মেয়েরা। 'অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওরাও জানে না যে আমরা কী ধরনের ক্রিকেট খেলি, আমরাও ওদের সম্পর্কে জানি না। ভিডিওতে ওরা আমাদের দেখছে, আমরাও দেখছি, এমনটা। আমার যত দূর মনে হয় মাঠে যখন খেলব তখনই বুঝতে পারব আসলে কে কার থেকে ভালো। অবশ্যই আমি বলব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো। কিন্তু আমরা চেষ্টা করব সেরা ক্রিকেটটা খেলার জন্য, স্মার্ট ক্রিকেট খেলার জন্য।' সালমা জানালেন ব্যাটিং নিয়ে যে হতাশা ছিল তা ধীরে ধীর কাটতে শুরু করেছে, 'আপনারা দেখছেন, ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে আমাদের। আমি বরাবরই বলি বোলিং সাইডটা খুবই শক্তিশালী, ব্যাটিং-বোলিং দুটোই আমরা উন্নতি করছি। আশা করি এবারে বিশ্বকাপে আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো করবে।' বাংলাদেশের জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন রুমানা আহমেদ। গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসির ইভেন্টে অংশ নেয়া টি২০ দলের সহ-অধিনায়ক রুমানাও শোনালেন আশাবাদের কথাই, 'কিছুদিন আগেই আমি অস্ট্রেলিয়ায় গিয়েছি এবং মেলবোর্নেই গিয়েছিলাম। যা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ওখানকার উইকেটগুলো ব্যাটসম্যানদের পক্ষেই থাকে। আমাদের ব্যাটসম্যানরা যেহেতু এখন কিছুটা ভালো করছে, আমরা যদি ভালো কিছু করি বা একটা সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে আমাদের বোলারদের জন্য সুবিধা হবে।' বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে সালমা-রুমানাদের সঙ্গে ছিলেন নাজমুল হাসান পাপনও। বিসিবি সভাপতি বললেন, মেয়েরা বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটাই গর্বের, 'আমি মনে করি মেয়েরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা, এটা আমাদের জন্য গৌরবের একটি বিষয়। এখন পর্যন্ত আমাদের নারী দল যে পারফরম্যান্স দেখিয়েছে, খুব ভালো যে তা বলব না, তবে খারাপ না। এশিয়ার চ্যাম্পিয়ন। সেদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।' সঙ্গে নাজমুল হাসান জানালেন, ছেলেদের মতো মেয়েদেরও বিশ্বমানের সুযোগ-সুবিধা দেয়ার কথা ভাবছে বোর্ড, 'এটা তো অস্বীকার করার সুযোগ নেই, ছেলেদের যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয় মেয়েদের আমরা তা দিয়ে উঠতে পারিনি। এটা আমাদের জন্য চিন্তার বিষয়, কতো তাড়াতাড়ি তাদের সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে পারি। এদের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক কিছু।' বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। বাংলাদেশ পার্থে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে ২৪ ফেব্রম্নয়ারি। ২৭ ও ২৯ ফেব্রম্নয়ারি যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রম্নপপর্বের খেলা শেষ হবে সালমা খাতুনের দলের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ। বুধবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বিসিবি।