ফাইনালে জোকোভিচ

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম সেটে ৪-১ গেমে এগিয়ে গিয়ে দারুণ কিছুর আভাস দেওয়া রজার ফেদেরার শেষ পর্যন্ত আর পারলেন না ছন্দ ধরে রাখতে। শুরুর ব্যর্থতা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে জিতে উঠে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। এদিকে মেয়েদের এককের দুটি সেমিফাইনালেই হলো জমজমাট লড়াই।র্ যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় অ্যাশলি বার্টিকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্স্নামের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। আর চার নম্বর বাছাই সিমোনা হালেপকে বিদায় করে ফাইনালে পৌঁছেছেন দুটি গ্র্যান্ড স্স্নামজয়ী গার্বিনে মুগুরুজা। মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সেমিফাইনালে ৪-১ গেমে পিছিয়ে পড়া জোকোভিচ পঞ্চম গেমেও ৪০-০ পয়েন্টে পিছিয়ে ছিলেন। এরপরই তার ঘুরে দাঁড়ানো ও ফেদেরারের কক্ষপথ থেকে ছিটকে যাওয়ার শুরু। ওই সেট টাইব্রেকারে জেতার পর দ্বিতীয় ও তৃতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান তারকা। দুই ঘণ্টা ১৮ মিনিট স্থায়ী ম্যাচে ২০ বারের গ্র্যান্ড স্স্ন্যাম জয়ীকে ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৩ গেমে হারান টুর্নামেন্টের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে গত ১০ বছরে মাত্র তিনটি ম্যাচ হেরেছেন জোকোভিচ।