হেরেও ফাইনালে ম্যানসিটি

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে ফাইনালে উঠতে একরকম অসম্ভবকে সম্ভব করতে হতো। প্রথমার্ধে এগিয়ে গিয়ে কিছুটা আশা অবশ্য জাগায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি রেডডেভিলরা। ফলে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাঠে হেরেও লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নরা হ্যাটট্রিক শিরোপার খোঁজে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ চারের ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন নেমানিয়া মাতিচ। দুই লেগ মিলে ৩-২ অগ্রগামিতায় ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল পেপ গার্দিওলার দল। ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও পিছিয়ে ছিল ম্যানইউ। ১০ জনের হয়ে যাওয়া ম্যানইউর জালে বল জড়ান আগুয়েরো, কিন্তু অফ সাইডে তা বাতিল হয়ে যায়। আর তাতে হেরেই মাঠ ছাড়ে ম্যানসিটি। তারপরও ম্যাচ শেষে লিগ কাপের ফাইনালে ওঠার উদযাপনটা করেছে তারাই। রাতের আরেক সেমিফাইনালে লেস্টার সিটিকে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ১ মার্চ শিরোপা ধরে রাখার লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।