শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির নৈপুণ্যে শেষ আটে বার্সা

ক্রীড়া ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
স্প্যানিশ কোপা দেল রেতে বৃহস্পতিবার লেগানেসের বিপক্ষে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত আর্জেন্টাইন খুদে জাদুকরের জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা -ওয়েবসাইট

ইবিজার বিপক্ষে ঘাম ছুটে যাওয়ার কথা একটুও ভোলেনি বার্সেলোনা। কারণ গত সপ্তাহেই তো কিকে সেতিয়েন ২-০ গোলে প্রথম হারের তেতো স্বাদ পান ভ্যালেন্সিয়ার মাঠে। তাইতো জয়ে ফেরার বিকল্প কিছু ছিল না কাতালানদের সামনে। বৃহস্পতিবার রাতে লিওনেল মেসির জোড়া লক্ষ্যভেদে ৫-০ গোলে লেগানেসকে উড়িয়ে দিয়ে দারুণভাবে ছন্দে ফিরেছে বার্সা। একই সঙ্গে উঠেছে কোপা দেল রের শেষ আটেও। এদিন রাতে বার্সার হয়ে একের পর এক রেকর্ড গড়া মেসি ছুঁয়েছেন আরেকটি অনন্য মাইলফলক। প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবের হয়ে ৫০০ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

লা লিগার তলানির দ্বিতীয় দল লেগানেস আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে তারা একাধিক পারিবর্তন আনে, অন্যদিকে পূর্ণ শক্তির বার্সেলোনা দাঁড়ায় তাদের সামনে। তাইতো গেলবারের কোপা রানার্সআপরা নু্য ক্যাম্পে উড়িয়ে দিয়েছে লিগ প্রতিপক্ষকে। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে লেগানেসের বিপক্ষে সহজ জয়ে দারুণ অবদান রেখেছেন লিওনেল মেসি।

দুটি গোল করেছেন, একটি করিয়েছেন। আর তাতে স্প্যানিশ ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০তম জয়ের স্বাদ পেয়েছেন মেসি। বৃহস্পতিবার রাতে মাইলফলকে পৌঁছাতে ৩২ বছর বয়সি ফরোয়ার্ডকে খেলতে হয়েছে ৭১০ ম্যাচ। নু্য ক্যাম্পের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে জয়ের হিসাব যে আরও বড় হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবশেষ জোড়া গোলে এই মৌসুমে মেসির গোল সংখ্যা দাঁড়ালো ২০-এ।

নু্য ক্যাম্পে মেসির থ্রম্ন বল থেকে ৪ মিনিটে নেলসন সেমেদোর বাড়ানো বলে চিদোজি আওয়াজিয়েমের পায়ের ফাঁক দিয়ে বার্সাকে এগিয়ে নেন আঁতোয়ান গ্রিজম্যান। নবম মিনিটে আরও একবার জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড, কিন্তু জোর্ডি আলবার মিলিমিটার ব্যবধানের অফসাইডে গোলটি বাতিল হয়। কাতালানদের ব্যবধান দ্বিগুণ হতে বেশি সময় লাগেনি। গ্রিজম্যানের শট লেগানেস গোলকিপার ইভান কুয়েলার বাইরে পাঠান। কর্নার পায় বার্সা, মেসির কিক থেকে ক্লেমন্ত লংলে করেন ২-০।

আর্জেন্টাইন খুদে জাদুকর এক ঘণ্টা হওয়ার ঠিক আগে তৃতীয় গোল করেন। বক্সের ডান দিক থেকে নেওয়া মেসির শট প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো তারিনের গায়ে লেগে কুয়েলারের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। ইভান রাকিতিচের থ্রম্ন বল থেকে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। তাকে থামাতে আগুয়ান গোলকিপার পড়ে যান, একটু ঘুরে কোনাকুনি শটে দলের শেষ গোলটি করেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি। এর আগে ৭৭ মিনিটে স্কোর ৪-০ করেছিলেন বদলি নামা আর্থার। বার্সার সঙ্গে এদিন শেষ আটে উঠেছে মিরান্দেস। দ্বিতীয় সারির দলটি লা লিগার তিন নম্বর সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। শুক্রবারের ড্র পর্বে তারা যোগ দিচ্ছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডা, রিয়াল সোসিয়েদাদ ও বর্তমান চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়ার সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86824 and publish = 1 order by id desc limit 3' at line 1