নতুন ভূমিকায় হাশিম আমলা

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পেশাওয়ার জালমির জার্সি গায়ে হাশিম আমলা -ওয়েবসাইট
গত বছর ছেড়েছেন জাতীয় দলের জার্সি। তবে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ক্রিকেট খেলে যাচ্ছেন হাশিম আমলা। কখনো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলেননি দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান। প্রতিযোগিতার পঞ্চম বছরে দেখা যাবে তাকে। তবে খেলোয়াড় নয়, ব্যাটিং পরামর্শক হিসেবে। আমলার সঙ্গে চুক্তি করেছে পেশাওয়ার জালমি। ২০১৭ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে হাশিম আমলার যোগ দেওয়ার খবর টুইটারে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি, 'হাশিম আমলা একজন লিজেন্ডারি ব্যাটসম্যান এবং বিশ্ব ক্রিকেটের একটি বড় নাম। জালমি পরিবারে তাকে স্বাগত জানায়। তার উপস্থিতি শুধু জালমির ডাগআউটকে সমৃদ্ধ করবে না, উদীয়মান ক্রিকেটারদের অভিজ্ঞতার ভান্ডারে যোগ হবে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত।' গত বছরের আগস্টের শুরুতে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমলা। দেশের হয়ে ৪৪ টি২০ খেলেন, ছোট্ট সংস্করণের তিনটি বিশ্বকাপেও ছিল তার উপস্থিতি। এছাড়া দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১২৪ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলেছেন। হাশিশ আমলা যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির সঙ্গে। গত বছরের অধিনায়ক এবার পরামর্শকের ভূমিকায়। ব্যাকরুম স্টাফ হিসেবে আরও আছেন প্রধান কোচ মোহাম্মদ আকরাম, ম্যানেজার আরশাদ খান ও স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক। অমলা এরআগে গত বছর মানজি সুপার লিগে কেপ টাউন ব্লিজের ব্যাটিং কনসালটেন্ট ছিলেন তিনি। পিএসএলের গত দুই আসরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল জালমিকে। তবে এবার সে আক্ষেপ মেটানোর জন্য আমলার মতো একজন তারকাকে তারা নিয়োগ দিয়েছে ব্যাটিং পরামর্শকের। প্রথমবার পিএসএলের সব ম্যাচই হবে পাকিস্তানে। আগামী ২০ ফেব্রম্নয়ারি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে উঠবে এই প্রতিযোগিতার পর্দা। ম্যাচ আয়োজনে তৈরি লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান।