সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেস্টের আগে বাবর-শানের সেঞ্চুরি ক্রীড়া ডেস্ক বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ সিরিজটা ২-০ ব্যবধানে জিতে বেশ ফুরফুরে মেজাজে পাকিস্তানের ক্রিকেটাররা। অবশ্য বসে থাকার সময় নেই, সামনেই টেস্ট ম্যাচ, রাওয়ালপিন্ডিতে, প্রতিপক্ষ সেই বাংলাদেশ। যেহেতু কোনো প্রস্তুতি ম্যাচ নেই, তাই নিজেরাই দুই ভাগ হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তানিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 'টিম ওয়ান' ও 'টিম টু' লড়াইয়ের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম ও শান মাসুদ। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যদিও নিরাপত্তার কারণে একসঙ্গে হচ্ছে না ম্যাচ দুটি। প্রথমটি হবে ৭ থেকে ১১ ফেব্রম্নয়ারি, আর দ্বিতীয়টি শুরু হবে ৫ এপ্রিল। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের আগে প্রস্তুতিটা দারুণ হলো বাবর ও শানের। 'টিম ওয়ান'-এর হয়ে বাবর ১৪১ বলে ১০১ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান। শানও একইভাবে প্যাভিলিয়নে ফিরেছেন ১৫৫ বলে ১০৩ রান করে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলির প্রস্তুতি অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি। মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকও সুবিধা করতে পারেননি, মাত্র ২ রান করেছেন। ৫ উইকেটে ৩২০ রান নিয়ে শুক্রবার প্রথম দিন শেষ করেছে 'টিম ওয়ান'। অপরাজিত আছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান (৪৫*) ও ফাহিম আশরাফ (২১*)। তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করবে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। ৪৭০ কোটি টাকায় ম্যানইউতে ফার্নান্দেস ক্রীড়া ডেস্ক বেশ আগে থেকেই গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেটাই এবার সত্যি হয়েছে। স্পোর্টিং লিসবন থেকে পর্তুগালের মিডফিল্ডার ব্রম্ননো ফার্নান্দেসকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য তার পেছনে ইংলিশ জায়ান্টদের খরচ হয়েছে ৪৭০ কোটি টাকা। ফার্নান্দেসের সঙ্গে ম্যানইউয়ের সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে। শর্ত অনুযায়ী, এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এর আগে স্পোর্টিংয়ের হয়ে ১৩৭ ম্যাচে ৬৩টি গোল করেছিলেন ফার্নান্দেস। যে কারণে তার প্রতি নজর পড়েছিল ম্যানইউয়ের। শেষ পর্যন্ত তাকে চড়া মূল্যে দলে ভিড়িয়েই শান্ত হয়েছে দলটি। এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ১৯ ম্যাচ খেলেছেন ফার্নান্দেস। ২০১৯ উয়েফা নেশন্স লিগজয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন তিনি। বড় লিডের পথে জিম্বাবুয়ে ক্রীড়া ডেস্ক বাজে আবহাওয়ার কারণে হারারে টেস্টে চতুর্থ দিনেও পুরো সময় খেলা হলো না। যেটুকু হয়েছে তাতে শ্রীলংকান বোলারদের ওপর চাপ ধরে রেখেছে জিম্বাবুয়ে। বৃষ্টির বাধায় বৃহস্পতিবার রাতে খেলা হয়েছে ৫৪ ওভার। আর তাতে ৬ উইকেট হারিয়ে আরও ১৭৯ রান যোগ করেছে স্বাগতিকরা। দিশেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪১, লিড ৩৫৪ রানের। হারারে স্পোর্টস ক্লাবে ১ উইকেটে ৬২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে। এক রান যোগ করেই আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রেজিস চাকাভা। দলীয় স্কোর একশ পার হওয়ার পর রান আউট হন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান প্রিন্স মাসভাউরে। দ্রম্নত রান তুলে দলকে এগিয়ে নিতে থাকেন ব্রেন্ডন টেলর। লাহিরু কুমারার বলে এলবিডবিস্নউ হওয়ার আগে খেলেন ৭৫ বলে ৮টি চার ও এক ছক্কায় ৬৭ রানের মূল্যবান ইনিংস। ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজা ও অধিনায়ক শন উইলিয়ামস গড়েন ৭০ রানের জুটি। রাজাকে এলবিডবিস্নউ করে জুটি ভাঙেন বিশ্ব ফার্নান্দো। টিনোটেন্ডা মুতুমবদজিকে ফেরান সুরঙ্গা লাকমল। ৭৬ বলে ৬টি চারে ৪৭ রানে অপরাজিত আছেন উইলিয়ামস। লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব নেন দুটি করে উইকেট।