টি২০ মেজাজে মাহমুদউলস্নাহর সেঞ্চুরি

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরির দিনে চট্টগ্রামে টি২০ মেজাজে শতক তুলে নিয়েছেন মাহমুদউলস্নাহ রিয়াদ। একই ম্যাচে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস ও শামসুর রহমান শুভ। তিন সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউলস্নাহ মাত্র ৭০ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কে। মারেন ৮টি চার, ৫টি ছক্কা। সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। উত্তরের সামনে জয়ের লক্ষ্য ৪৫৪। তৃতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছে ২২ রান। মাহমুদউলস্নাহর অপরাজিত সেঞ্চুরির আগে শাহরিয়ার নাফীস ১১১ ও শামসুর ১০৯ রান করে আউট হন। দুই ব্যাটসম্যানকেই সাজঘরে পাঠান আরিফুল হক। সেঞ্চুরির পথে শাহরিয়ার পৌঁছে যান প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকে। মাথায় বলের আঘাত নিয়ে শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে মাঠ ছেড়ে আসা এনামুল হক বিজয় ব্যাটিংয়ে নামেন শেষ বেলায়। ৫৯ বল খেলে ৬৪ রানে অপরাজিত থাকেন এ ওপেনার। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে করে ২৬২ রান। জবাবে উত্তরাঞ্চল গুটিয়ে যায় ১০৭ রানে। ৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে তিন সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চল গড়ে ফেলে জেতার মতো পুঁজি।