অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জোকোভিচের

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নোভাক জোকোভিচ
নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিতে উন্মুখ ছিল রড লেভার অ্যারেনার বড় অংশ। কিন্তু পারলেন না ডমিনিক থিম। আগের দিন বলেছিলেন, নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার রাজা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে সেই রাজার রাজত্ব অটুটই থেকে গেল! মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার পুরুষ এককের ফাইনালে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে জেতেন সার্বিয়ান তারকা। উজ্জীবিত পারফরম্যান্সে লড়াই করলেন দারুণ, দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে এগিয়েও গেলেন; কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলেন না ডমিনিক থিম। মাঝের ছন্দহীনতা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অষ্টমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। যদিও এক সময় ২-১ সেটে এগিয়ে প্রথম গ্র্যান্ড স্স্নাম জয়ের স্বপ্ন দেখছিলেন থিম। তবে শেষ দুই সেটে জোকোভিচ বুঝিয়ে দিয়েছেন কেন তিনি মেলবোর্ন পার্কের অবিসংবাদিত সেরা। প্রায় ৪ ঘণ্টার লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন জোকোভিচ। আর এই ৭টি ট্রফি নিয়ে আগে থেকেই টুর্নামেন্টের সফলতম জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে অষ্টম শিরোপা জিতে সার্ব তারকা এখন সবার ধরাছোঁয়ার বাইরে। ১৭টি গ্র্যান্ড স্স্নাম নিয়ে রজার ফেদেরার আর রাফায়েল নাদালের পরেই তার অবস্থান। ফেদেরার জিতেছেন ২০টি, নাদালের শিরোপার সংখ্যা ১৯টি।