জিমিদের সামনে আজ সেই ওমান

পুরুষদের হকি ইভেন্ট শুরু হচ্ছে আজ থেকে। জিমি-চয়নদের প্রথমদিনই দিতে হচ্ছে ওমান-পরীক্ষা। যে ম্যাচের ফল অনেকটা পরিষ্কার করে দেবে এশিয়াডে বাংলাদেশ হকি দলের অবস্থানটা কেমন হতে পারে

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
র‌্যাংকিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে তারা। তবে সাম্প্রতিক অতীতে লড়াইয়ের ময়দানে পিছিয়ে থাকেনি ওমান। জিমি-চয়নদের বারবার হতাশা উপহার দিয়েছে দলটি। এশিয়ান গেমস হকিতে আজ সেই ওমানের সামনে বাংলাদেশ। পুরুষদের হকি ইভেন্ট শুরু হচ্ছে আজ থেকে। জিমি-চয়নদের প্রথম দিনই দিতে হচ্ছে ওমান-পরীক্ষা। যে ম্যাচের ফল অনেকটা পরিষ্কার করে দেবে এশিয়াডে বাংলাদেশ হকি দলের অবস্থানটা কেমন হতে পারে। জাকাতার্র জিবিকে হকি মাঠে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ‘বি’ গ্রæপে বাংলাদেশের সঙ্গে ওমান ছাড়াও আছে পাকিস্তান, মালয়েশিয়া, কাজাখস্তান আর থাইল্যান্ড। পাকিস্তান আর মালয়েশিয়া অনেক শক্তিধর। এই দুই দলের সঙ্গে পেরে উঠবে না বাংলাদেশ, বাস্তবতার জমিনে পা রেখে কথাটা আগেভাগেই মেনে নিয়েছেন দলীয় কোচ গোবিনাথন কৃষ্ণমূতির্। ইন্দোনেশিয়া যাওয়ার আগে লক্ষ্যের কথাও বলে গেছেন এই মালয়েশিয়ান, ‘আমরা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই দলের সঙ্গে লড়াই করতে চাই এবং হারাতে চাই নিচের দলগুলোকে।’ গ্রæপে বাংলাদেশের পঁাচ প্রতিপক্ষের মধ্যে র‌্যাংকিংয়ে সবার ওপরে পাকিস্তান। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা আছে ১৩ নম্বরে। এশিয়ান র‌্যাংকিংয়ে দুই নম্বরে তারা। তাদের পরই আছে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়ায় ৭ নম্বরে, বিশ্ব র‌্যাংকিংয়ে ৩১। ওমানের বিশ্ব র‌্যাংকিং ৩৩, এশিয়ায় অষ্টম। থাইল্যান্ড আর কাজাখস্তানের এশিয়ান র‌্যাংকিং ১৮। ওমান র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে তারা ইদানীং বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে। তাই ওমানকে নিয়ে বড় চিন্তা বাংলাদেশ কোচের। এই ম্যাচের ফল পক্ষে না এলে লক্ষ্য পূরণ করতে পারবে না লাল-সবুজের প্রতিনিধিরা। চার বছর আগে ইনচন এশিয়ান গেমসে স্থান নিধার্রণী ম্যাচে ওমানের সঙ্গে দেখা হয়েছিল জিমি-চয়নদের। সেই ম্যাচে ৩-২ গোলে হেরে অষ্টম হয়েছিল বাংলাদেশ। এবার অন্তত ষষ্ঠ হওয়ার লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চাইলে আজ ওমানের বিপক্ষে জয় পেতে হবে। ম্যাচটা তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে জিমি-চয়নদের কাছে।