মেসিতে উড়ন্ত সূচনা বাসার্র

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর বাসেের্লানার অধিনায়কের আমর্ব্যান্ডটা পরিয়ে দেয়া হলো লিওনেল মেসির বাহুতে। আজের্ন্টাইন খুদে জাদুকরের দায়িত্ব একটু বাড়ল। শনিবার ন্যু ক্যাম্পে অধিনায়কত্বের অভিষেকেই মেসি বুঝিয়ে দিলেন- এই দায়িত্ব নেয়ার যোগ্যতম লোক তিনি। তার জোড়া গোলেই আলাভেসকে ৩-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় উড়ন্তসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মেসি মাঠে নামার কয়েক ঘণ্টা আগে সিরি’আয় অভিষেক হয় তার প্রতিদ্ব›দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া পতুির্গজ যুবরাজের শুরুটাও হয়েছে জয় দিয়ে। সিআরসেভেন দারুণ খেলেছেন, শুধু গোলটাই পাননি। তাতে জয় আটকে থাকেনি জুভিদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে শিয়েভোকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। সবমিলিয়ে রাতটা ভালোই কেটেছে রোনালদোর। মেসির রাতটা কেটেছে আরও ভালো। জয়ের সঙ্গে পেয়েছেন গোল। তাও একটি নয়, দুটি। নিজেদের ডেরায় প্রথমাধর্ থেকেই পুঁচকে আলাভেসের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাসেের্লানা। সেই ধারা অব্যাহত ছিল শেষ মিনিট পযর্ন্ত। স্বাগতিকদের ৭৯ শতাংশ বল দখলের বিপরীতে আলাভেসের ২১ শতাংশ বল দখলে ছিল। পোস্টে মোট ৯টি শট নিয়েছেন মেসিরা, আলাভেস নিতে পারেনি একটিও। এসব পরিসংখ্যানই স্পষ্ট করে দেয়- লড়াইটা হয়েছে একপেশে। আধিপত্য বিস্তার করেও অবশ্য প্রথমাধের্ কোনো গোল আদায় করতে পারেনি বাসার্। সেজন্য আক্রমণভাগের খেলোয়াড়রাই দায়ী। এই অধের্ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন তারা। এছাড়া ম্যাচের ৩৮ মিনিটে মেসির নেয়া একটি ফ্রি-কিক ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে ৬৪তম মিনিটে এই ফ্রি-কিক থেকেই বাসাের্ক লিড এনে দেন তিনি। এটি ছিল লা লিগায় বাসেের্লানার ৬ হাজারতম গোল। ২০০৯ সালে বøুগ্রেনাদের ৫ হাজারতম গোলটিও এসেছিল মেসির পা থেকেই। ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুতিনহো। সেমেদোর বদলি হিসেবে খেলতে নেমে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। এরপর যোগ করা সময়ে স্কোরলাইনটা ৩-০ বানিয়ে ফেলেন মেসি। আজের্ন্টাইন খুদে জাদুকরের এমন পারপরম্যান্সের পর ম্যাচ শেষে আর প্রশংসা না করে পারেননি বাসার্ কোচ আনেের্স্তা ভালভাদের্। বলেছেন, ‘মেসি জিনিয়াস! আমাদের সৌভাগ্য যে মেসির যুগে ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরেছি।’ অবশ্য দলের জয়ে ঠিক সন্তুষ্ট হতে পারছেন না ভালভাদের্। খেললেন তো শুধু মেসি। আর বাকিরা? সহজ সহজ সুযোগ নষ্ট করেছেন লুইস সুয়ারেজ আর উসমান ডেম্বেলে। তা না হলে ব্যবধানটা ৩-০ না হয়ে ৬-০ কিংবা তার চেয়ে বেশিও হতে পারত। ভালভাদের্র তাই সরল কথা, ‘আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি।’