ট্রেন্ট ব্রিজে ৩২৯ রানে থামল ভারত

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম দুই টেস্টে হেরে সিরিজ হারের শঙ্কা নিয়ে ট্রেন্ট ব্রিজে নেমেছে ভারত। ব্যাটিংয়ে শুরুটা একেবারে মন্দ হয়নি তাদের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে গুটিয়ে যাওয়ার আগে বিরাট কোহলির দল তুলেছে ৩২৯ রান। যথারীতি ভারতকে সামনে থেকে টেনেছেন কোহলি। সফরে অতিথিদের সবথেকে ভালো দিনে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ভালো শুরু পায় শিখর ধাওয়ান আর লোকেশ রাহুলের ব্যাটে। ৬০ রানের জুটি গড়েন তারা। এরপর ক্রিস ওকসের ছোবলে দিক হারাতে বসেছিল ভারত। দলে ফেরা ধাওয়ানকে বিদায় করে শিকার শুরু করেন ওকস। পরে বিদায় করেন রাহুলকে। দ্রæত ফেরেন চেতেশ্বর পূজারা। ২২ রানের মধ্যে ৩ উইকেট হারানো অতিথিদের পথ দেখান কোহলি আর অজিঙ্কা রাহানে। পরে ব্যাটিংয়ে নেমেও এক পযাের্য় কোহলিকে ছাড়িয়ে যান রাহানে। ফেরেনও তিনি আগে। তাকে ফিরিয়ে ১৫৯ রানের জুটি ভাঙেন স্টুয়াটর্ ব্রড। ১৩১ বলে ১২ চারে ৮১ রান করে ফিরেন রাহানে। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন কোহলি। তিন অঙ্ক ছেঁায়ার আগেই তাকে ফেরান আদিল রশিদ। তার লেগ স্পিনে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ৯৭ রানে থামেন ভারত অধিনায়ক। ১৫২ বলে খেলা কোহলির অধিনায়কোচিত ইনিংসটি গড়া ১১ চারে। ছক্কা হঁাকিয়ে রানের খাতা খোলা অভিষিক্ত পান্তকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দিচ্ছিলেন হাদির্ক পান্ডিয়া। কিন্তু প্রথম দিনের শেষ বলে তাকে বিদায় করে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছেন জেমস অ্যান্ডারসন। জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের ইনিংসের ইতিও টেনে দিয়েছেন তিনি। মাঝে পান্ত আর অশ্বিনকে বোল্ড করেছেন আরেক পেসার ব্রড।