ফাতির গোলে ব্যবধান কমাল বার্সা

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লা লিগায় রোববার লেভেন্তার বিপক্ষে গোল করায় আনসু ফাতিকে অভিনন্দনন জানাচ্ছেন লিওনেল মেসি -ওয়েবসাইট
লিওনেল মেসি দারুণ দুটি গোল বানিয়ে দিলেন, আনসু ফাতি দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নিতে একটু ভুল করলেন না। দুজনের বেশ জমা জুটিতে চলতি লিগে প্রথম লেগের লড়াইয়ে হারা লেভান্তের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। নু্য ক্যাম্পে রোববার রাতে লা লিগায় ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। আর এই জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে কিকে সেতিয়েনের বার্সার দূরত্ব কমে দাঁড়াল ৩ পয়েন্টে। ২২ ম্যাচে ৪৯ পয়েন্টে শীর্ষে জিদানের দল, ৪৬ পয়েন্টে দুইয়ে বার্সেলোনা। ঘরের মাঠে ফিরতি দেখায় ত্রয়োদশ মিনিটে প্রথম উলেস্নখযোগ্য সুযোগে শট লক্ষ্যে রাখতে পারেননি মেসি। চার মিনিট পর ডি-বক্সের মুখে বল পেয়ে দুর্বল শট নেন আর্জেন্টাইন তারকা। খানিক পর গোলরক্ষককে একা পেয়ে আতোঁয়ান গ্রিজম্যানও ব্যর্থ হলে হতাশা বাড়ে বার্সেলোনার। ২৯তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে একজনকে কাটিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন মেসি। বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রবল চাপ তৈরি করা বার্সেলোনা পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৩০তম মিনিটে মেসির থ্রম্ন পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন ফাতি। পরের মিনিটে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন অরক্ষিত জায়গায় থাকা তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়। চলতি মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ১৭ বছর বয়সি ফাতির লিগে গোল হলো চারটি। ৩৬তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো। কিন্তু একজনকে কাটিয়ে নেলসন সেমেদোর নেওয়া জোরালো শট ক্রসবারে বাধা পায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আচমকা গোল খেয়ে বসে বার্সেলোনা। রোচিনার দূরপালস্নার শটে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের হাতে লেগে বল চলে যায় জালে। এই ফরোয়ার্ড সমতা ফেরানোর সুযোগও পেয়েছিলেন আবার, কিন্তু বলটি বারের নিচে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এদিকে লেভান্তের বিপক্ষে দলের রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। আক্রমণভাগের আরও বেশি সুযোগ কাজে লাগানো উচিত ছিল বলেও মনে করেন তিনি, 'আমি অনেক কিছু নিয়েই খুশি, কিন্তু সবকিছু নিয়ে নই। আমরা প্রতিপক্ষকে অনেক বেশি সুযোগ দিলাম। প্রথমার্ধটা আমাদের দারুণ কাটল। আমি মনে করি, আমরা আরও বেশি গোল করতে পারতাম। দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা নিয়ন্ত্রণ হারালাম। আর রক্ষণে অনেক বেশি শট হজম করলাম। অনেক বেশি শট হজম করাটা আমাকে চিন্তায় ফেলেছে কারণ এর জন্য দল একাধিক গোল খাওয়ার ঝুঁকিতে পড়েছে। আমরা অনেক সুযোগ পেলাম। আর আমাদের সেগুলো কাজে লাগাতে হতো। সেটা গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফল ৮-২ বা ৮-৩ হতে পারত।'