আগেই জানা দরকার ব্যাটিং অর্ডার : মিঠুন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বক্রিকেটে ব্যাপারটা হরহামেশা ঘটলেও বাংলাদেশে একদমই নতুন। একাদশে কারা থাকছেন, এমনকি কারা কোথায় ব্যাট করছেন তা সংবাদ সম্মেলনেই বলে দিলেন কোচ রাসেল ডমিঙ্গো। আর ক্রিকেটারদের তা জানিয়ে দিয়েছিলেন আরও আগেই। আর নতুন এ সংস্কৃতির ইতিবাচক দিকই দেখছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। পাশাপাশি এর ধারাবাহিকতাও চান এ ব্যাটসম্যান। অথচ কদিন আগেও বাংলাদেশ দলের একাদশ কেমন হবে এ নিয়ে লুকোচুরির অভাব ছিল না। ম্যাচের আগের দিনও জানতেন না পরদিন কত নম্বরে তিনি ব্যাট করবেন। এবার টাইগারদের ডেরায় নতুন সংস্কৃতি আনতে যাচ্ছেন ডমিঙ্গো। আর তার এ সংস্কৃতিকে স্বাগত জানিয়েছেন খেলোয়াড়রা। পাকিস্তানে প্রথম দফার টেস্ট ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে মিঠুন জানালেন নিজের অভিব্যক্তি, 'এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। কারণ আগে থেকে জানা থাকলে নিজে থেকেও কিছুটা গোছানো যায়। এটার ধারাবাহিকতা ধরে রাখা উচিত।' বাংলাদেশ কোচের ধারাক্রম অনুযায়ী পাকিস্তানে এবার পাঁচ নম্বরে ব্যাট করবেন মিঠুন। আর নিজের এই পজিশন আগে থেকে জানা থাকায় মানসিকভাবে বাড়তি প্রস্তুতি নিতে পারবেন বলে তার ধারণা। তবে তাদের অভাব পূরণ করা বেশ কঠিন হবে বলেই জানালেন মিঠুন। কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করলে ভালো আসতে পারে বলে মনে করেন তিনি, 'অবশ্যই মুশফিক ভাই সাকিব ভাই তাদের যে অভিজ্ঞতা বা তাদের সবশেষ ৫-৭ বছরের যে পারফরম্যান্স...উনাদের মতো খেলোয়াড় না থাকা আমাদের মতো একটা দলকে মিস করতেই হয় সবসময়। তাদের ঘাটতি পূরণ করাও কঠিন। তারপরও আমরা যারা আছি যদি সেরাটা দিতে পারি হয়তোবা ভালো কিছু হবে।' দলের সেরা তারকাদের অনুপস্থিতিতে মিঠুনদের মতো ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুযোগও বটে। কিছু করে দেখানোর সময় তাদের। মিঠুনের ভাষায়, 'হঁ্যা এটা আমাদের জন্য সুযোগও বটে। চেষ্টা করব ভালো কিছু করতে।'