রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজ

মুমিনুল-তামিমদের ম্যাচে আগ্রহ কম

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৭ টাকা! মাত্র ২৭ টাকায় দেখা যাবে মুমিনুল হক আর তামিম ইকবালদের টেস্ট। ১০০ রুপি মানে ৫৫ টাকা এনক্লোজারে বসে খেলা দেখার সুযোগ থাকছে

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিস্ময়করই বটে! এক যুগ পর পাকিস্তানে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দর্শকদের তেমন উচ্ছ্বাস কোথায়? টি২০'র পর টেস্টে তো দর্শকদের আগ্রহটা আরও কম। এ কারণেই কি না কে জানে বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্টে টিকিটের দাম একেবারেই কম! আসছে শুক্রবার থেকে শুরু হবে সাদা পোশাকের লড়াই। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৭ টাকা! মাত্র ২৭ টাকায় দেখা যাবে মুমিনুল হক আর তামিম ইকবালদের টেস্ট। ১০০ রুপি মানে ৫৫ টাকা এনক্লোজারে বসে খেলা দেখার সুযোগ থাকছে। অবশ্য নিরাপত্তা নিয়ে জটিলতার কারণে মাঠে বসে খেলা দেখতে চাইছে না পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা। একের পর এক চেকপোস্ট পেরিয়ে মাঠে ঢোকার আগ্রহটা থাকছে না। এ কারণে টিকিটের মূল্য একেবারেই কমিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের নির্ধারিত ১২টি পয়েন্টে বিক্রি শুরু হয়েছে রাওয়ালপিন্ডি টেস্টের টিকিট। পরিচয়পত্র দেখিয়ে একজন দর্শক সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারছেন। এই দফায় একটি টেস্টে খেলেই দেশে ফিরবে মুমিনুল হকের দল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় কাতারের উদ্দেশে দেশ ছাড়ে জাতীয় দল। ফ্লাইটের শিডিউলটা-ঢাকা থেকে দোহা। দোহা থেকে ইসলামাবাদ। সেখান থেকে সড়কপথে রাওয়ালপিন্ডি। বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রাপথের সময় লাগবে প্রায় ১৩ ঘণ্টার মতো! ঢাকা থেকে লন্ডন যেতে ঠিক এমন সময়ই লাগে। আর পাকিস্তান তো পাশের দেশ! মঙ্গলবার সন্ধ্যায় দু'ভাগে ভাগ হয়ে রওনা হয়েছে ক্রিকেট দল। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে গেছেন ৬ জন ক্রিকেটার। একঘণ্টা পরে একই এয়ারওয়েজের অন্য ফ্লাইটে ঢাকা ছাড়েন দলের বাকিরা। -একই দলের পৃথক যাত্রা কেন? জানা গেল, একই ফ্লাইটে সবার টিকিট জোগাড় করা যায়নি। তাই এই পৃথক যাত্রা। তবে স্বস্তির বিষয় হলো দোহায় পৌঁছে কানেকটিং ফ্লাইটে পুরো দল একসঙ্গেই ইসলামাবাদের বিমানবন্দরে পৌঁছায় পাকিস্তান সময় বুধবার সকাল ৮টায়। সেখান থেকে সড়কপথে পাশের শহর রাওয়ালপিন্ডিতে যেতে ৪৫ মিনিটের পথ। বুধবার সকালে রাওয়ালপিন্ডি পৌঁছে বাংলাদেশ দল এদিন বিশ্রামে কাটানোর কথা। বৃহস্পতিবার অনুশীলনে নামবে মুমিনুলরা। পরদিন শুক্রবার টেস্ট শুরু। এত লম্বা বিমান ভ্রমণ, মাত্র এক দিনের অনুশীলন- কোনো টেস্ট ম্যাচ খেলার জন্য মোটেও আদর্শ কোনো প্রস্তুতি হতে পারে না। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এবং টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও সেটা মানছেন। কিন্তু আপাতত আর কোনো উপায় নেই- তাই মেনে নিয়েছেন তারা। ঢাকার সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো ফ্লাইট নেই তাই এত লম্বা এবং ঘুরপথ হয়ে পাকিস্তান যেতে হয়। লম্বা ফ্লাইটের এই বিড়ম্বনা এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি২০ সিরিজে দলকে পাকিস্তান পাঠিয়েছিল চার্টার্ড বিমানে। কিন্তু টি২০ সিরিজে পারফরম্যান্স ভালো না হওয়ায় টেস্ট সিরিজে চার্টার্ড বিমানের সিদ্ধান্ত বদলে ফেলে বিসিবি।