জন্মদিনের পার্টি অতঃপর চোটে বাদ নেইমার

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। আজ ৫ ফেব্রম্নয়ারি তার ২৮তম জন্মদিন। কিন্তু আজ লিগ ওয়ানের ম্যাচ থাকায় দুদিন আগেই সেরে নিয়েছেন জন্মদিনের পার্টি। ম্যাচের আগে এমন পার্টিতে রুষ্ট হয়েছেন পিএসজি কোচ থমাস টুখেল। এর পরেই জানা গেল, যে ম্যাচের জন্য এই পার্টি, সেই ম্যাচেই খেলা হচ্ছে না ব্রাজিলীয় তারকার! লিগ ওয়ানে নঁতের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না পিএসজি। পাঁজরের চোটে ভুগছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে সোমবার এই তথ্য নিশ্চিত করে পিএসজি। গত শনিবার মোপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোট পান নেইমার। অবশ্য সেদিন পুরো সময় মাঠে ছিলেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। নেইমারের এমন ছিটকে যাওয়াকে অনেকেই দেখছেন কোচের শাস্তি হিসেবে! কিন্তু পিএসজি বিবৃতিতে জানিয়েছে, বুকের পাঁজরের চোটেই নেইমারকে এই ম্যাচে বিশ্রামে রাখা হচ্ছে। ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে মার্সেই। মোপেলিয়েরের বিপক্ষে জেতা ম্যাচের সময়ই চোটে পড়তে দেখা গেছে ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। সুস্থ হতে মাঠে প্রয়োজন পড়ে চিকিৎসার। অথচ এই ম্যাচের ২৪ ঘণ্টা পরেই তিনি নাইট ক্লাবে মেতেছিলেন পার্টিতে। টুখেল যে নেইমারের পার্টিতে সন্তুষ্ট ছিলেন না, সেটি গোপন রাখেননি। সোমবার বিবিসিকে বলেছেন, 'ম্যাচের প্রস্তুতি কি এভাবে নেওয়া হয়? না, এভাবে হয় না। বিশ্বে এটাই কি সবচেয়ে বাজে অবস্থা? সেটাও না।' অবশ্য পার্টি করেছে বলে কাউকে বাদ দেওয়ার পক্ষে নন বলেই জানিয়েছেন টুখেল, 'এটা লজ্জার যে মানুষকে নিজেদের নিয়ে বাজে কথা বলার সুযোগ করে দিচ্ছি। তবে ওরা এভাবে উদযাপন করেছে বলে আমি কোনো খেলোয়াড়কে বাদ করে দিচ্ছি না, এমনকি বেঞ্চে অথবা ঘরে বসিয়েও রাখছি না।'