ভারতের টেস্ট দলে ফিরলেন পৃথ্বী

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পৃথ্বী শ'
রোহিত শর্মার চোট আশীর্বাদ হয়ে এলো পৃথ্বী শ'র জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। মঙ্গলবারই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। রোববার কিউইদের বিপক্ষে পঞ্চম ও শেষ টি২০তে ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে চোট পান ভারতীয় ওপেনার। পরে ফিল্ডিংয়ে আর দেখা যায়নি চোটের কারণে। রোহিত না থাকায় টেস্টে এখন ওপেনিং অপশন হিসেবে থাকছেন পৃথ্বী শ', মায়াঙ্ক ও শুভমান গিল। এদের মধ্যে পৃথ্বী ও মায়াঙ্ক দুজনেই আবার ওয়ানডে সিরিজের দলেও থাকছেন। পৃথ্বী শ' এরই মধ্যে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেছেন। ডোপ পাপের জন্য আট মাস নিষিদ্ধ ছিলেন। তারপরে ঘরোয়া ক্রিকেটে ফিরে করেছেন বাজিমাত। যার পুরস্কার পেলেন জাতীয় দলে পুনরায় ডাক পেয়ে। মঙ্গলবার ঘোষিত সাদা পোশাকের দলেও প্রত্যাবর্তন হয়েছে তার। চোটের কারণে ইশান্ত শর্মাকে নিয়ে শঙ্কা থাকায় ডাক পেয়েছেন নতুন পেস সেনসেশন নবদীপ সাইনি। অপর দিকে টেস্ট আঙিনায় এখনো গিলের অভিষেক হয়নি। ভারতীয় 'এ' দলে দুর্দান্ত ফর্মে থাকাতেই ডাক মিলেছে টেস্ট দলে। সম্প্রতি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ৮৩ ও অপরাজিত ২০৪ রানের দুর্দান্ত দুটি ইনিংস ছিল তার। টেস্ট দলে রয়েছেন এখনো অভিষেক না হওয়া পেসার নবদীপ সাইনিও। রোহিতের চোটের কারণে আগে ঘোষিত ভারতীয় ওয়ানডে দলেও এসেছে বদল। রোহিতের জায়গা পূরণ করবেন মায়াঙ্ক আগারওয়াল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আগামী ২১ ফেব্রম্নয়ারি থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার দুই টেস্ট ম্যাচের সিরিজ। ২১ ফেব্রম্নয়ারি ওয়েলিংটনে শুরু হতে প্রথম টেস্ট আর ২৯ ফেব্রম্নয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ভারতীয় টেস্ট দল বিরাট কোহলি (অধিনায়ক), পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, ঋশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও নবদীপ সাইনি।