পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে কম রানে থামিয়ে আসল কাজটা করলেন বোলাররা। বাকিটা অনায়াসে সারলেন দুই ওপেনার। দারুণ এক সেঞ্চুরিতে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে যুব বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন যাশাসবি জয়সওয়াল। পচেফস্ট্রুমে মঙ্গলবার একপেশে প্রথম সেমিফাইনালে ১০ উইকেটে জিতেছে ভারত। ১৭৩ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ৮৮ বল বাকি থাকতে। যুব বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম কোনো দল জিতল ১০ উইকেটে। গত আসরের চ্যাম্পিয়ন ভারত এ নিয়ে সপ্তমবার উঠল যুব বিশ্বকাপের ফাইনালে। টুর্নামেন্টের সফলতম দলটি পঞ্চম শিরোপার লক্ষ্যে আগামী ৯ ফেব্রম্নয়ারি বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। টস জিতে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি পাকিস্তান। দ্রম্নত হারায় দুই উইকেট। সাবধানী ব্যাটিংয়ে দলকে টানেন হায়দার আলি ও রোহাইল নাজির। তুলে নেন ফিফটি। তবে সেভাবে কখনো গতি পায়নি দলটির ইনিংস। ৭৭ বলে ৯ চারে ৫৬ রান করে ফিরেন হায়দার। অধিনায়ক নাজির ৬ চারে করেন ৬২। ছোট পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি পাকিস্তান। ভাঙতে পারেনি ভারতের শুরুর জুটিই। সাবধানী শুরুর পর ধীরে ধীরে রানের গতি বাড়ান জয়সওয়াল। সতর্ক ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়ে যান দিব্যানশ সাক্সেনা। ৯৯ বলে ছয় চারে অপরাজিত থাকেন ৫৯ রানে। ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অগ্রণী ছিলেন জয়সওয়াল। ছক্কায় ম্যাচ শেষ করার সঙ্গে তুলে নেন সেঞ্চুরি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।