ইংল্যান্ড-দ. আফ্রিকা ওয়ানডে সিরিজ

প্রোটিয়াদের দারুণ জয়

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এটাই কি নতুন দক্ষিণ আফ্রিকা? সিরিজের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে হেলবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই যা করে দেখালো প্রোটিয়ারা, তাতে নতুন রূপটাই দৃশ্যমান হচ্ছে। বিশ্বকাপে ব্যর্থ হলেও ওয়ানডে সিরিজটা আধিপত্য বিস্তার করে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনের নিউল্যান্ডসে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে! নতুন ভূমিকায় আনুষ্ঠানিক যাত্রার শুরুটা দারুণ হলো কুইন্টন ডি ককের। ফাফ ডু পেস্নসিসের জায়গায় নেতৃত্ব পেয়ে দাপুটে সেঞ্চুরিতে দলকে পথ দেখিয়েছেন সামনে থেকে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে ২ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন টেম্বা বাভুমা। তারপরও প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২৫৯ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতে ছুঁয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ডি ককের দল। কেপ টাউনের নিউল্যান্ডসে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে জেসন রয়ের ব্যাটে শুরুটা ভালো করে ইংল্যান্ড। ৫ চারে ৩২ রান করে রয় ফিরলে ভাঙে ৫১ রানের উদ্বোধনী জুটি। জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান ও টম ব্যান্টন পারেননি ইনিংস বড় করতে। মিডল অর্ডার ব্যাটসম্যান জো ডেনলি ও অলরাউন্ডার ক্রিস ওকসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। সপ্তম উইকেটে দুই জনে গড়েন ৯১ রানের জুটি। ৪২ বলে ৪০ রান করে ওকসের বিদায়ে ভাঙে ইংলিশদের প্রতিরোধ। শেষ ওভারে ফেরার আগে দলকে আড়াইশ রানে নিয়ে যান ডেনলি। ১০৩ বলে ৬ চার ও দুই ছক্কায় এই অলরাউন্ডার করেন ৮৭ রান। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার তাবরাইজ শামসি। মর্গ্যানকে ফিরিয়ে শিকার ধরেন বাঁহাতি এই রিস্ট স্পিনার। পরে ফিরিয়ে দেন ব্যান্টন ও স্যাম কারানকে। রান তাড়ায় শুরুতেই রিজা হেনড্রিকসকে হারায় প্রোটিয়ারা। প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলতে নামা বাভুমার সঙ্গে ১৭৩ রানের জুটিতে দলকে পথ দেখান ডি কক। জুটিতে অগ্রণী ছিলেন এই কিপার-ব্যাটসম্যান। পঞ্চদশ সেঞ্চুরি পাওয়া ডি কককে বোল্ড করে থামান রুট। ততক্ষণে ম্যাচে দৃঢ় অবস্থানে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। ১১ চার ও এক ছক্কায় ১১৩ বলে ১০৭ রান করে ফিরেন ডি কক। নিজের তৃতীয় ওয়ানডে খেলা বাভুমাকে দারুণ এক কাটারে এলবিডবিস্নউ করে থামান ক্রিস জর্ডান। ১০৩ বলে খেলা বাভুমার ৯৮ রানের ইনিংস সাজানো দুই ছক্কা ও পাঁচটি চারে। জেজে স্মাটসকে নিয়ে বাকিটা সহজেই সারেন রাসি ফন ডার ডাসেন। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ডি কক জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। শুক্রবার ডারবানে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে সেখানে জিততেই হবে মরগানের দলকে।