সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মুজিববর্ষ ভলিবল ও ব্যাডমিন্টনের উদ্বোধন ক্রীড়া প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১ ফেব্রম্নয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান (এমপি)। গ্রাম পর্যায়ে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে এবং গ্রাম বাংলার তরুণ সমাজকে ক্রীড়া ও সুস্থ বিনোদনমুখী করতে ওয়ান জিরো জিরো দেশব্যাপী বিভিন্ন গ্রামে বর্ষজুড়ে এ কার্যক্রম চলমান রাখবে। প্রতিমন্ত্রী এই আয়োজনের জন্য রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান বাছেদ এবং ওয়ান জিরো জিরোর ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিবকে বিশেষ সাধুবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রোকনুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ আলতাফ হোসেন, বিশিষ্ট অভিনেত্রী শামীমা নাজনীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন (বাদশা)। এই প্রচেষ্টায় আরও ভূমিকা রাখেন শামীম, তুর্য, রাহাত, আলম, কালাম, মধু, নিরব, লিংকনসহ রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। খেলা পরিচালনা করেন রেফারি মো. সোলায়মান বাদশা। পিসিবির ব্যবস্থাপনায় সন্তুষ্ট বিসিবি ক্রীড়া ডেস্ক বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে নাটক কম হয়নি। যথেষ্ট অনিশ্চয়তা ছিল এই সফর হওয়া নিয়ে। শেষ পর্যন্ত তিন ধাপে সফরে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দ্বিতীয় ধাপের সফরে টেস্ট খেলতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশে দল। টেস্টের আগে টি২০ সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা আশঙ্কাতেই এই সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। শুরুতে শুধু টি২০ সিরিজ খেলতেই রাজি ছিল বিসিবি। প্রথমে সংক্ষিপ্ত সফরে গিয়ে পাকিস্তানের নিরাপত্তার অবস্থা দেখে নিতে চেয়েছিল। সেই অবস্থান থেকে পরে সরে আসে তারা। চূড়ান্ত হয় সফরটি হবে তিনধাপে। প্রথমধাপে তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ হয়ে গেছে। সেখানে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরের দুই ধাপে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম ধাপের সফরে পিসিবির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তানি দৈনিক দ্য ডনকে বলেছেন, 'সার্বিক উপলব্ধিটা দারুণ। কেউ কিন্তু টি২০ সিরিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। সবাই খুব খুশি ছিল।' তবে কড়া নিরাপত্তার কারণে সমস্যাও হচ্ছে ক্রিকেটারদের। তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।