শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
আজ শুরু রাওয়ালপিন্ডি টেস্ট

হারের বৃত্ত ভাঙতে চান মুমিনুল

সফরকারী অধিনায়ক বলেন, 'আমরা এই ম্যাচটা নিয়ে আশাবাদী। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। দেশের বাইরে টেস্টে আমরা খুব একটা ভালো খেলতে পারি না। আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগী এবং ভালো খেলতে চাই।'
ক্রীড়া প্রতিবেদক
  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দুই দলের অধিনায়ক মুমিনুল হক ও আজহার আলী -ওয়েবসাইট

সবশেষ দশ টেস্টে জয় নেই। শেষ তিন টেস্টে হার বিশাল ব্যবধানে। ভারতের কাছে খেতে হয়েছে নাকানিচুবানি! আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হারের স্মৃতিও দগদগে। সাদা পোশাকে বাংলাদেশ যেন বড়ই রুগণ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ যে সুনাম কুড়িয়েছিল, ধীরে ধীরে তা যেন হারিয়ে যেতে বসেছে। টেস্টে খেই হারিয়ে ফেলা বাংলাদেশের সামনে এবার পাকিস্তান। প্রথম দফা টি২০ সিরিজ খেলে আসার পর দ্বিতীয় দফা টেস্ট খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলে আবার পাকিস্তান সফরে যাবে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নামার আগে টানা হারের এই গস্নানি দূর করার আশা জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

নিরাপত্তার কারণে বিসিবির দাবির মুখে সিরিজের সূচি এভাবেই সাজিয়েছে পিসিবি। সে যাই হোক, টেস্টে নিজেদের ভাবমূর্তি টিকিয়ে রাখতে হলে পাকিস্তানের সঙ্গে ভালো ফলাফলের বিকল্প নেই মুমিনুল হকের দলের জন্য।

১৬ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই বর্তমান দলের কারোরই। অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার তেমন সুযোগও পাচ্ছে না টাইগাররা। বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করে শুক্রবারই তারা নেমে পড়ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচটি খেলতে। অনুশীলনে যতটুকু ধারণা হয়েছে সেটিকেই পুঁজি করে টাইগারদের নেমে পড়তে হবে ময়দানী লড়াইয়ে।

ঘরের মাঠে সব শেষ সিরিজে শ্রীলংকাকে অনায়াসে হারিয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ ভারতে গিয়ে হেরে ফিরেছে বাজেভাবে। ফর্ম, কন্ডিশন আর খেলোয়াড়দের তুলনা করলে দুই দলের অবস্থা বিপরীতমুখী। এই অবস্থাতেও দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি ঠেলে সরাতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। টেস্ট শুরুর আগেরদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিনি শুনিয়েছেন প্রত্যাশার কথা। বাংলাদেশ দলের অধিনায়কও ভাবছেন হারের বৃত্ত ভেঙে নতুন করে পথ চলতে, 'দেখেন, একটা না একটা সময় এই টানা হারের বৃত্ত ভাঙতে হবে। আমরা এই ম্যাচটা নিয়ে আশাবাদী। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। দেশের বাইরে টেস্টে আমরা খুব একটা ভালো খেলতে পারি না। আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগী এবং ভালো খেলতে চাই।'

গত কয়েকটি সিরিজ থেকেই পুরো শক্তি নিয়ে নামতে পারছে না বাংলাদেশ। নিষেধাজ্ঞায় নেই সাকিব আল হাসান। নিরাপত্তার কথা চিন্তা করে পাকিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। মিডলঅর্ডারে দেশের সবচেয়ে ধারাবাহিক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের না থাকা ভাবাচ্ছে মুমিনুলকে। অন্যদিকে স্বেচ্ছা বিরতি কাটিয়ে তামিম ইকবালের ফেরা দিচ্ছে স্বস্তি। বিসিএলে ট্রিপল সেঞ্চুরি করে যাওয়া দেশসেরা ওপেনার মুমিনুলকে দেখাচ্ছেন টেস্টে ভালো কিছুর আশাই, 'তামিম ভাই বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (পাকিস্তানের কন্ডিশন) ওনার জন্য। সবশেষ বিসিএলে ভালো একটা ইনিংস খেলে এসেছে। একই সঙ্গে মুশফিক ভাই নেই। মিস করব তাকে। আমার মনে হয় জুনিয়র খেলোয়াড়দের জন্য এটা বড় সুযোগ।'

রাওয়ালপিন্ডিতে এর আগে কখনোই টেস্ট খেলেনি বাংলাদেশ। পাকিস্তানের মাঠে ১৬ বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিল দল। কন্ডিশনটা তাই একটু অচেনা। প্রচন্ড শীতের সঙ্গে উইকেট নিয়েও আছে অস্বস্তি। তবে অধিনায়ক এসব ঘাটতি আড়াল করেই নিজেদের মানসিকভাবে শক্তি রাখতে চাইলেন, 'যে দেশে যাবেন সে দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে, কন্ডিশনটা খুব ভালো, একটু ঠান্ডা আছে তবে সেটা ভালোভাবে মানিয়ে নিতে পারব।'

শুক্রবার রাওয়ালপিন্ডিতে টেস্ট অভিষেক হওয়ার জোর সম্ভাবনা সাইফ হাসানের। সব ঠিক থাকলে তরুণ এ ডানহাতি ব্যাটসম্যান জুটি বাঁধবেন তামিমের সঙ্গে। তাতে ডানহাতি-বাঁহাতির সমন্বয় পাবে বাংলাদেশ। পাকিস্তান যাওয়ার আগেই হেড কোচ ডমিঙ্গো ব্যাটিং অর্ডার সম্পর্কে অনেকটা ধারণা দিয়ে গেছেন। যে সাত ব্যাটসম্যানের নাম উলেস্নখ করেছেন সেখানে নেই সৌম্য সরকার।

তামিম-সাইফ-শান্ত-মুমিনুল-মিঠুন মাহমুদউলস্নাহ-লিটন। কোচের পরিকল্পনা ঠিক থাকলে এটিই হয়তো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে সফরকারীরা।

টি২০ সিরিজ খেলে নিরাপদে ফিরে আসা বাংলাদেশ দল টেস্ট খেলতে দ্বিতীয়দফা পাকিস্তান সফরে গেছে। স্বাগতিক দেশ প্রথমদফায় টাইগার ক্রিকেটারদের দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। টেস্ট সিরিজেও ব্যতিক্রম হচ্ছে না। মুমিনুল হকের দল তাই নিরাপত্তার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ভাবছে শুধুই শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া ম্যাচ নিয়ে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বললেন, 'নিরাপত্তা নিয়ে আমরা আর ভাবছি না এই মুহূর্তে। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে খুশি। তারা আমাদের ভালো আতিথেয়তা দিচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87492 and publish = 1 order by id desc limit 3' at line 1