বাংলাদেশকে নিয়ে সতর্ক পাকিস্তান

বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। প্রতিপক্ষ দলে অনেক ভালো মানের খেলোয়াড় আছে যারা কি না একাই একটি ম্যাচে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। তাইতো বলতে চাই তারা সব হিসাব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আমাদের-আজহার আলী

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে টি২০ সিরিজে বাংলাদেশকে সহজেই হারিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের আগে তাই আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিকরা। যদিও লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। তার মতে পাঁচ দিনের ক্রিকেটে সফরকারীরা আমাদের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করে খেলবে। যদিও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা মোটেও সুবিধার নয়। ২০১৯ সালে খেলা পাঁচ টেস্টের সবকটিতে হেরেছে বিশাল ব্যবধানে। যার মধ্যে রয়েছে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হারও। সাদা পোশাকে কঠিন সময় কাটানো বাংলাদেশ এবার নামতে যাচ্ছে পাকিস্তানের মাঠে। এবার আরও বড় পরীক্ষা টাইগারদের জন্য। এর যথেষ্ট কারণও আছে। সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকুর রহিমকেও পাচ্ছে না তারা। তারপরও রাওয়ালপিন্ডি টেস্টে আগে সফরকারী বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিক অধিনায়ক। প্রতিপক্ষের বিপক্ষে সতীর্থের সতর্ক করে দিয়েছেন তিনি। আজ মাঠে গড়াবে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। তার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক আজহার বলেছেন, 'বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। প্রতিপক্ষ দলে অনেক ভালো মানের খেলোয়াড় আছে যারা কিনা একাই একটি ম্যাচে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। তাইতো বলতে চাই তারা সব হিসাব পাল্টে দেওয়া ক্ষমতা রাখে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আমাদের। তাদের দলে অনেকেরই ম্যাচ জেতানোর সামর্থ্য আছে।' তিন ম্যাচের টি২০ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। বৃষ্টির কারণে হয়নি শেষ ম্যাচটি। এবার ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেতে চায় তারা। গত বছর শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে ১০ বছর পর দেশের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরলেও সঙ্গী হয়েছিল হারের হতাশা। লংকানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হেরেছিল ১-০তে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে সেই জ্বালা জুড়াতে চান আজহার, 'আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব টেস্ট সিরিজ জেতার। আমরা টেস্টের প্রতিটি সেশন বাই সেশন খেলতে চাই। আর প্রতিটি সেশনে আমাদের দলের কতৃত্বটা তুলে ধরার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করব।' সবশেষ টেস্ট সিরিজে ভারতের পেসারদের সামনে ভুগেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সিরিজের দুই টেস্টই শেষ হয়েছিল তিনদিনে। সেই কৌশল মুমিনুলদের উপর খাটাতে চাইছেন আজহার আলি। রাওয়ালপিন্ডিতে দু'দলের মধ্যে পার্থক্য গড়ে দেবেন তার পেসাররাই, বিশ্বাস পাকিস্তান অধিনায়কের, 'এই মুহূর্তে মনে হচ্ছে পেস বোলাররাই আমাদের প্রতিপক্ষের সবচেয়ে বড় হুমকি। পেসাররাই আমাদের ম্যাচ জেতাবে।' বাংলাদেশ সিরিজ শেষে ইংল্যান্ডে খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজকে সামনে রেখে রাওয়ালপিন্ডির উইকেটকে সবুজ ঘাসে ঢেকে দিয়েছেন পিচ কিউরেটর। টাইগারদের দিয়ে ইংল্যান্ড সফরের প্রস্তুতিটাও সারতে চাইছে পাকিস্তান। সবুজ ঘাসের উইকেটে পেসারদের চেয়ে ভয়ঙ্কর আর কেইবা হতে পারে! উইকেট দেখে আভাস মিলছে, বাংলাদেশের একাদশেও থাকতে পারেন তিন পেসার। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ হারিয়েছে সাকিব আল হাসানকে। নিরাপত্তা ঝুঁকির কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিডলঅর্ডারের ভরসা মুশফিকুর রহিম। প্রতিপক্ষ দলে দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাব আর নিজেদের মাঠে খেলা, সবকিছু মিলিয়ে নিজেদেরকেই ফেভারিট মানছেন আজহার, 'বাংলাদেশ তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের অভাবটা অবশ্যই টের পাবে। আর ঘরের মাঠে আমরাই এগিয়ে থাকব। তবে মাঠের বাইরে থেকে কিছুই জেতা যায় না, জিততে হলে মাঠে গিয়েই জিততে হবে।' এরই মধ্যে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ একসঙ্গে হচ্ছে না, দুই ধাপে হবে দুটি টেস্ট ম্যাচ। যার প্রথমটি আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে। বাংলাদেশ সময় সকাল এগারটায় শুরু হবে রাযালপিন্ডি টেস্ট ম্যাচটি।