যুব বিশ্বকাপে ভারতের অনীহা!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন ও প্রচারণা তাদের ওপর নির্ভর করে। আমি মনে করি না মুনাফার ঘাটতি ভারতের আয়োজক না হওয়ার কারণ। ঘরোয়া ক্রিকেটে বিসিসিআই কোটি কোটি রুপি খরচ করে, কিন্তু এটা অলাভজনক প্রতিযোগিতা

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত মঙ্গলবার পচেফস্ট্রুমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত। এ নিয়ে টানা সপ্তমবার শিরোপা নির্ধারণী মঞ্চে, ট্রফি হাতে নিয়েছে চারবার। ১৯৮৮ সাল থেকে এ প্রতিযোগিতা শুরু হলেও এখন পর্যন্ত একবারও ভারতের আয়োজক না হওয়া অবাক করার মতো ব্যাপার। এবারের যুব বিশ্বকাপ ১৩তম। মোহাম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শর ভারত ২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বিশ্ব ক্রিকেট শাসন করা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনো কোনো যুব বিশ্বকাপ আয়োজন করেনি। শোনা যায়, হোম বোর্ড রাজস্ব হারায় বলে বিসিসিআই এই টুর্নামেন্ট আয়োজনে অনাগ্রহী। তবে এমন দাবি অস্বীকার করলেন বোর্ডের দুই সাবেক কর্মকর্তা অনিরুদ্ধ চৌধুরী ও নিরঞ্জন সাহা। রাজস্ব নিয়ে কোনো সমস্যা দেখেন না তাদের কেউ। তবে কেন যুব বিশ্বকাপ ভারত আয়োজন করে না প্রশ্নে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনিরুদ্ধ বলেছেন, 'এ প্রশ্ন সরাসরি আইসিসিকে করা উচিত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন ও প্রচারণা তাদের ওপর নির্ভর করে। আমি মনে করি না মুনাফার ঘাটতি ভারতের আয়োজক না হওয়ার কারণ। ঘরোয়া ক্রিকেটে বিসিসিআই কোটি কোটি রুপি খরচ করে, কিন্তু এটা অলাভজনক প্রতিযোগিতা। ভারতে যুব বিশ্বকাপ না হওয়ার পেছনে বিসিসিআইর অনাগ্রহের চেয়ে আইসিসির মনোভাবই অন্যতম কারণ। বিশ্বকাপে কারা আয়োজক হবে সেটা চূড়ান্ত করা হয় আইসিসির নির্বাহী বোর্ডে। সর্বশেষ ২০১৪ সালে যা হয়েছিল, ২০১৫-২০২৩ সালের আয়োজকের নাম ঘোষণা করা হয়ে গেছে। বিসিসিআই জুনিয়র ইভেন্ট আয়োজনে কখনো অনিচ্ছা প্রকাশ করেনি।' অনিরুদ্ধও একই কথা বললেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনে আমাদের কোনো সমস্যা নেই। রাজস্বের ঘাটতি কোনো কারণ নয়। ভারতে এটা হওয়ার সুযোগ এখনো আছে। একদিক থেকে এটা ভালো যে আমাদের ছেলেরা দেশের বাইরে অচেনা কন্ডিশনে এটা জিতছে। তাদের অগ্রগতিতে ভালো ভূমিকা রাখছে। আর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট হওয়ায় ক্রিকেটের পরিচিতি আরও বাড়ছে।'