সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
টানা তিন ম্যাচে জরিমানার কবলে ভারত ক্রীড়া ডেস্ক নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের শেষ দুই ম্যাচের পর এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও শাস্তির কবলে পড়ল ভারত। হ্যামিল্টনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্স্নো ওভার রেটের দায়ে ভারতকে ম্যাচ ফি'র ৮০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম ওয়ানডেতে নির্দিষ্ট সময়ে ৪ ওভার কম বোলিং করেছেন ভারতীয় বোলাররা। তাই জরিমানার কবলে পড়লো বিরাট কোহলির দল। মাঠের দুই অনফিল্ড-আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই শাস্তি নির্ধারণ করেন। ভারতীয় অধিনায়ক শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের চতুর্থটিতে স্স্নো ওভার রেটের কারণে ম্যাচ ফি'র ৪০ শতাংশ ও পঞ্চম ম্যাচে ২০ শতাংশ জরিমানা করা হয় ভারতকে। সাড়ে ৫শ কোটি টাকায় সিটিতে মেসি! ক্রীড়া ডেস্ক বার্সেলোনায় চলমান অন্তর্দ্বন্দ্বে আবারো বড়শি ফেলার অপেক্ষায় ম্যানচেস্টার সিটি। বার্সার সবচেয়ে দামি খেলোয়াড় লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চিন্তা করছে সিটিজেনরা। দলের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। যার কারণে বার্সেলোনার নতুন চুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছেন মেসি। আর সে কারণে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। চুক্তি শেষে ফ্রি তে যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। ম্যানচেস্টার সিটির বিশ্বাস, নু্য ক্যাম্প ছেড়ে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি জমাবেন মেসি। ক্লাবের ঐতিহ্যের পাশাপাশি দলের কোচ পেপ গার্দিওলার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক আশা যোগাচ্ছে সিটিজেনদের। মেসির আকাশচুম্বি পারিশ্রমিক দেয়ার মতো সামর্থ্য যে কয়টি ক্লাবের আছে তার মধ্যে একটি ম্যানচেস্টার সিটি। তিনি যদি সিটিতে যোগ দেন, তাহলে তার বার্ষিক বেতন দাঁড়াতে পারে ৬৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। যুদ্ধ শেষে শান্তি ফিরছে বার্সায় ক্রীড়া ডেস্ক বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে লিওনেল মেসির কথার লড়াই শোরগোল তুলেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমে। বিতর্কিত বিষয়টি নিয়ে বেশি দিন খবর তৈরি করার সুযোগ পেল না তারা। আবিদালের চাকরি যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। মেসিও তাকে আশ্বস্ত করেছেন, বিষয়টি নিয়ে আর জলঘোলা হোক চান না। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের একটি ইভেন্ট থেকে আগেভাগে চলে আসেন বার্তোমেউ। প্রায় দুই ঘণ্টার সভা করেন আবিদাল ও প্রধান নির্বাহী অস্কার গ্রাউর সঙ্গে। তিনবার মেসির সঙ্গে ফোনেও কথা হয় ক্লাব প্রধানের। ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন জানায়, এখানেই এই অধ্যায়ের সমাপ্তি টেনে মাঠের লড়াইয়ে ফিরতে চান মেসি। বলিউড তারকাদেরও পেছনে ফেললেন কোহলি ক্রীড়া ডেস্ক মাঠের সাফল্যে সবাইকে ছাড়িয়ে নতুন এক উচ্চতায় তিনি। প্রায় প্রতি ম্যাচেই গড়ছেন নিত্য নতুন রেকর্ড। তার স্বীকৃতিটিও মিলছে। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারও তিনি। বিরাট কোহলি সেলিব্রেটি ব্র্যান্ড ভ্যালুতেও ফের পেছনে ফেললেন সবাইকে। টানা তিন বছর সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালুর ভারতীয় সেলিব্রেটি বনে গেলেন কোহলি। ভারত অধিনায়ক পেছনে ফেললেন বলিউডের মহাতারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, রনবীর সিংদেরও। ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনিদের চেয়ে বেশ এগিয়ে গেলেন কোহলি। গেস্নাবাল অ্যাডভাইজরি ফার্ম ডাফ অ্যান্ড ফেলপস জানাচ্ছে, কোহলির ২০১৯ সালে ব্র্যান্ড ভ্যালু ছিল ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলার। যা কীনা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি। এরপরই আছেন বলিউড অভিনেতা। অক্ষয় কুমার। মিস্টার খিলাড়ির বেড়েছে ৫৫.৩ শতাংশ।