বাংলাদেশের বিপক্ষেও অসাধারণ ফর্ম চান বাবর

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
---ক্রীড়া ডেস্ক ২০১৯ সালে সব সংস্করণে দারুণ সময় কাটান বাবর আজম। পাকিস্তানের রঙিন জার্সির অধিনায়ক একই ফর্মে থাকতে চান নতুন বছরও। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি২০ হাফসেঞ্চুরি করে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। বছরের প্রথম টেস্টেও একই প্রতিপক্ষ। মাঠে নেমে আরেকটি 'অসাধারণ' পারফরম্যান্সের প্রত্যাশা তার কণ্ঠে। বাবর আজম দেশের মাটিতে প্রথম টেস্ট খেলেন গত ডিসেম্বরে। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচেই করেন সেঞ্চুরি। গত বছর ছিল আরও একটি সেঞ্চুরি ও তিন ফিফটি, যার একটি থেমেছে নড়বড়ে নব্বইয়ে- ৯৭ রানে। ৬ টেস্টে ৬৮.৪৪ গড়ে রান করেছেন, যা তার টেস্ট ক্যারিয়ারে এক বছরে সর্বোচ্চ। ওয়ানডে ও টি২০তেও উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন ব্যাট হাতে। গত বছর ওয়ানডেতে তার গড় রান ছিল ৬০.৬৬ আর টি-টোয়েন্টিতে ৪১.৫৫। এ বছর দুটি টি২০ খেলেছেন, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের এ সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়। একই ধারাবাহিকতা ধরে রাখতে চান পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান, '২০১৯ সালে আমার ক্যারিয়ারের অসাধারণ সময় কাটিয়েছি। লাল ও সাদা বলের ক্রিকেটে এ সাফল্য ছিল চমৎকার। বাংলাদেশের বিপক্ষেও একই ফর্মের পুনরাবৃত্তি চাই।'