মেসিকে ঘিরে আলাদা পরিকল্পনা আজেির্ন্টনার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছেন আজেির্ন্টনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আজেির্ন্টনার দুটি প্রীতি ম্যাচে খেলবেন না তিনি। আজেির্ন্টনার অন্তবর্তীর্কালীন কোচ লিওনেল স্কালোনি জানালেন, দলের প্রাণভোমরা মেসির সাময়িক অবসর নেয়ার কারণ। তবে কবে আবারো জাতীয় দলে ফিরবেন মেসি, সেটা জানাতে পারেননি আজের্ন্টাইন কোচ। মেসিকে নিয়ে তাদের আলাদা পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালা এবং চার দিন পর নিউ জাসিের্ত কলম্বিয়ার বিপক্ষে খেলবে আজেির্ন্টনা। এই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেন অন্তবর্তীর্কালীন কোচ স্কালোনি। হোহের্ সাম্পাওলির রাশিয়া বিশ্বকাপের দলে থাকা ২৩ সদস্যের মধ্যে মাত্র ৯ জন আছেন স্কালোনির ঘোষিত দলে। মেসিকে ছাড়াই স্কালোনি দল ঘোষণা করেন। স্কালোনি বলেন, ‘মেসিকে নিয়ে আমাদের পরিকল্পনা একটু আলাদা। দীঘির্দন ধরে সে জাতীয় দলের ভার বহন করে বেড়াচ্ছে। তাকে আমরা পযার্প্ত বিশ্রামের সুযোগ দিতে চাই। আমি তাকে বলেছি, ইউরোপের কন্ডিশনে খেল আর ভ্রমণ কম করো। তার এখন কম দৌড়ঝঁাপ করা উচিত। আর তাই প্রীতি ম্যাচ মেসির খেলার দরকার নেই। শুধুমাত্র ক্লাবের হয়ে খেলা চালিয়ে গেলেই হবে।’ মেসির মতো স্কালোনির ঘোষিত স্কোয়াডে নেই গঞ্জালো হিগুয়েন, সাজির্ও আগুয়েরো, ডি মারিয়া, এভার বানেগা, নিকোলাস ওতামেন্ডি, মাকোর্স রোহোরা। রাশিয়া বিশ্বকাপে হোহের্ সাম্পাওলির স্কোয়াডে জায়গা না পাওয়া ইন্টার মিলানের সেরা তারকা মাউরো ইকাদিের্ক ডাকা হয়েছে। আক্রমণভাগে রাখা হয়েছে রাশিয়া বিশ্বকাপে সাইডবেঞ্চ গরম করা পাওলো দিবালাকে। ডাক পেয়েছেন দুই স্ট্রাইকার ইন্টার মিলানের লাউতারো মাটিের্নস ও ফিওরেন্তিনার জিওভান্নি সিমিওনে। ২০১৫ সালে ইতালির হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা সেভিয়ার মিডফিল্ডার ফ্রাঙ্কো মাটিের্নস জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন। দলে ফিরেছেন রাশিয়া বিশ্বকাপের ঠিক আগ মুহূতের্ ছিটকে পড়া গোলরক্ষক সাজির্ও রোমেরো।