ইউরোপিয়ান ফুটবল

বেল নৈপুণ্যে জয়ে শুরু রিয়ালের

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শট নিচ্ছেন গ্যারেথ বেল। রোববার রাতে গেটাফের বিপক্ষে নিজে গোল করেছেন, করিয়েছেনও। ওয়েলস তারকার দারুণ পারফরম্যান্সেই জয় দিয়ে লা লিগা শুরু করেছে রিয়াল মাদ্রিদ Ñওয়েবসাইট
বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে মৌসুম শুরুর আগেই ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। আরও বড় ধাক্কা হয়ে আসে নগর প্রতিদ্ব›দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে উয়েফা সুপার কাপের শিরোপা হাতছাড়া হওয়া। সেই ধাক্কা সামলে রোববার লা লিগার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে শুরুটা ভালোই করেছে রিয়াল। সান্থিয়াগো বানার্ব্যুতে গ্যারেথ বেলের নৈপুণ্যে গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে হুলেন লোপেতেগির শিষ্যরা। রোববার ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে রিয়াল। ৭৯ শতাংশ সময় বলের দখল নিজেদের পায়ে রেখেছে তারা। কাক্সিক্ষত গোলের দেখা পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লস বøাঙ্কোসদের। ২০ মিনিটের মাথায় গেটাফের রক্ষণ ভেঙে যায়। বেলের ক্রস ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি গেটাফের গোলকিপার। বল চলে যায় কারভাহালের কাছে। দারুণ হেডে দলকে প্রথম গোলটি এনে দেন এই ডিফেন্ডার। প্রথমাধের্ ১-০ গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়াধের্ মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে। মাকোর্ অ্যাসেনসিওর দুদার্ন্ত ক্রস থেকে শট নেন ওয়েলসের উইঙ্গার বেল। সেটা জড়িয়ে যায় গেটাফের জালে (২-০)। এরপর অনেক সুযোগ তৈরি করেও আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। জয়ের আনন্দে সেই আক্ষেপ নেই তাদের। লা লিগায় একই রাতে জয় পেয়েছে সেভিয়া। রায়ো ভায়োকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এদিকে, ইতালিয়ান সিরি’আয় সাসুলোর কাছে ১-০ গোলে হেরে গেছে ইন্টার মিলান। ফরাসি লিগ ওয়ানে নিমসের কাছে ৩-১ গোলে হেরেছে অলিম্পিক মাশের্ই। একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকেও। তুলনামূলক দুবর্ল প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে হোসে মরিনহোর শিষ্যরা হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। গত মৌসুমেও এই দলটির কাছে হেরেছিল ম্যানইউ। ম্যানইউর হতাশার দিনে বড় জয় পেয়েছে পেপ গাদির্ওলার ম্যানচেস্টার সিটি। শক্তিশালী আসের্নালকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে নবাগত হাডাসির্ফল্ড টাউনকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলের ব্যবধানে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির জয়ে হ্যাটট্রিক করেছেন আজের্ন্টাইন স্ট্রাইকার সাজির্ও আগুয়েরো। ম্যানসিটির হয়ে একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস আর ডেভিড সিলভা। হাডাসির্ফল্ডের টেরেন্স কঙ্গোলো নিজেদের জালেই ঢুকিয়েছেন এক গোল। অতিথিদের পক্ষে এক গোল শোধ করেন জন স্টাঙ্কোভিচ।