জোকোভিচের ইতিহাস

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সিনসিনাতি মাস্টাসর্ মানেই রজার ফেদেরারের শ্রেষ্ঠত্ব। তবে এবারের ফাইনালে সাবেক এক নম্বর নোভাক জোকোভিচের কাছে হেরে গেছেন সুইস মহাতারকা। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে ফেদেরারকে সরাসরি ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন জোকোভিচ। এই শিরোপার মধ্য দিয়ে সাবির্য়ান টেনিস তারকা নাম লিখিয়েছেন ইতিহাসে। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি জিতলেন সবকটি (৯টি) মাস্টাসর্। এর আগে পাঁচবার সিনসিনাতি মাস্টাসের্র ফাইনালে খেললেও কোনোবারই শিরোপা জেতা হয়নি জোকোভিচের। এর মধ্যে তিনবার হেরেছেন ফেদেরারের কাছে। অবশেষে ফেদেরারের বিপক্ষে চতুথর্ ফাইনালে এসে বিজয়ীর হাসি হাসলেন তিনি। রেকডর্ ২০টি গ্র্যান্ড ¯øামের মালিকের কাছ থেকে কেড়ে নিলেন সিনসিনাতি মাস্টাসের্র শিরোপা। ম্যাচ জেতার পর জোকোভিচ মজা করে বলেন, ‘মুহূতর্টা আমার জন্যে বিশেষ কিছু। এই প্রথমবার সিনসিনাতিতে ট্রফি নিয়ে দঁাড়ালাম। আমাকে শিরোপা জেতানোর জন্য ফেদেরার তোমাকে ধন্যবাদ! সত্যি বলতে আমি আমার সেরা খেলাটা এদিন খেলতে পারিনি।’ ১৯৯০ সাল থেকে চলা এটিপির টুনাের্মন্টগুলোতে ৯৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। রোববার রাতে তার সামনে ছিল শিরোপার সেঞ্চুরি পূণর্ করার হাতছানি। কিন্তু জোকোভিচের কাছে হেরে সুযোগটা নষ্ট করেছেন এই কিংবদন্তি। স্বাভাবিকভাবেই হতাশ তিনি। সেই হতাশা দূরে সরিয়ে রেখে ৩৭ বছর বয়সী ফেদেরার ম্যাচ শেষে জোকোভিচকে ভাসিয়েছেন প্রসংশা বানে, ‘জোকোভিচ তোমাকে অভিনন্দন। শুধু এই সপ্তাহের কীতির্র জন্যে নয়, পুরো ক্যারিয়ারে তুমি যা অজর্ন করেছ তা বিস্ময়কর।’