মেসির আশায় বুক বেঁধেছে পাঁচ ক্লাব

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান পত্রিকা লা গেজেত্তে দেল স্পোর্টের গবেষণা বলছে, বার্সেলোনাতে ক্যারিয়ার শেষের খুব কাছেই চলে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা নিজে গত বছর স্বীকার করেছিলেন, চাইলে এই মৌসুম শেষে বিনা ট্রান্সফার ফিতে তাকে ছেড়ে দেবে বার্সা। সেই কথায় আশায় বুক বেঁধেছে ইউরোপের পাঁচ জায়ান্ট ক্লাব। দলের ফর্ম, পছন্দমতো খেলোয়াড় কিনতে না পারা, একের পর এক সতীর্থদের চোট, সবমিলিয়ে ক্লাবের প্রতি অনেকটা নাখোশ বার্সা অধিনায়ক মেসি। লা গেজেত্তে বলছে, এরমধ্যে স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির কথার লড়াই যেন সব সমস্যায় ঘি ঢেলেছে নতুন করে। এখন যে অবস্থা, সাবেক খেলোয়াড়রাই বলছেন এইবার বুঝি মেসিকে আর আটকে রাখা সম্ভব নয় বার্সার পক্ষে! এই যখন অবস্থা, তখন নতুন করে সামনে এসেছে গত বছর মেসির বলা কথাগুলো। স্পোর্টকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাইলে ২০১৯-২০ মৌসুম শেষে তাকে ছেড়ে দেবে দুই দশকের ক্লাব বার্সা। সবশেষ চুক্তিতে এমন একটা ধারা নাকি যোগ করেছে দুই পক্ষ মিলেই। বার্সা ছাড়তে চাইলে মেসিকে শুধু যা করতে হবে তা হলো, একমাস আগে জানিয়ে রাখতে হবে ক্লাবকে। মেসির সেই কথা শোনার পর আগ্রহী হয়েছিল অনেক ক্লাবই, একই সাথে সন্দেহও ছিল যে ক্লাব থেকে উত্থান খুব দ্রম্নতই নিশ্চয় সেই ক্লাব ছাড়বেন না ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা! লা গেজেত্তে জানাচ্ছে, এবার নাকি সেই সুযোগ চলে এসেছে ইউরোপের ৫ ক্লাবের সামনে। আবিদালের সঙ্গে মেসির কথার লড়াই যে রাস্তাটা খুলে দিয়েছে- পিএসজি, ম্যানসিটি, ম্যানইউ, জুভেন্টাস ও ইন্টার মিলানের মতো দলগুলোর সামনে। যেহেতু ট্রান্সফার বা দলবদলের ফী দিতে হবে না, সেজন্য দু'হাত ভর্তি করে লোভনীয় সব প্রস্তাব রাখা হচ্ছে মেসির জন্য। ইতালিতে গেলে বছরে ৫০ থেকে ৮৫ মিলিয়ন ইউরো করে বেতন পেতে পারেন মেসি। সংখ্যাটা যদি ৫০ মিলিয়নও ধরা হয়, সপ্তাহে এলএম টেনের বেতন হবে ৯ লাখ ইউরোর বেশি।