ফুটবলার নয়, জেলে হতে চেয়েছিলেন রোনালদো!

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো -ফাইল ফটো
শৈশব থেকেই ফুটবলের প্রতি টানটা একটু বেশিই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে কখনোই তারকা বনে যাওয়ার ইচ্ছে ছিল না তার। একটা সময় চেয়েছিলেন মাদেইরার জেলে হতে। গত বুধবার ৩৫তম জন্মদিনের কেক কাটার সময় এমনটাই জানিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ জয় ছাড়া ক্যারিয়ারে প্রায় সব পুরস্কার জিতেছেন রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি'আ জিতেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। পর্তুগালকে এনে দিয়েছেন ইউরো কাপ ও নেশনস লিগের শিরোপা। ব্যক্তিগত অর্জনের মধ্যে জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি'অর। সামনে তাকে হাতছানি দিচ্ছে জুভেন্টাসের হয়ে আরেকটি সিরি'আ শিরোপা। এদিকে ্তইে বিষয়টির তাকিয়ে আছেন ক্যারিয়ারের ষষ্ঠ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ষষ্ঠ ব্যালন ডি'অর জয়ের দিকে। যার কারণে জেলে হওয়ার স্বপ্নটা আরো কয়েক বছর পেছাতে হচ্ছে তাকে। ফুটবল ক্যারিয়ার শুরুর দিকে রোনালদো কিন্তু কখনোই ভাবেননি এত কিছু অর্জন করবেন। কেবল ফুটবলটা খেলতে চেয়েছিলেন তিনি। ৩৫ বছরে পা দেওয়ার পর নিজের জীবন সম্পর্কে জানাতে গিয়ে জেলে হওয়ার স্বপ্নের কথা জানান তিনি, '৩৫ বছর বয়সে? আমি ভেবেছিলাম, মাদেইরাতে জেলে হতে যাব।' ফুটবল ক্যারিয়ারে এত এত অর্জনের প্রসঙ্গে বলতে গিয়ে রোনালদো বলেন, 'আমি পেশাদার ফুটবলার হতে চেয়েছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি, এত কিছু জিততে যাচ্ছি।' চলতি মৌসুমে এখন পর্যন্ত জুভেন্টাসের জার্সিতে রোনালদো খেলেছেন ২৭ ম্যাচ। এরমধ্যে এ তারকা গোল করেছেন ২২টি। সতীর্থের গোলে অবদান রেখেছেন ৩টিতে।