বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অভিষেকে

২২তম শূন্য

ক্রীড়া প্রতিবেদক

ইমরুল কায়েস, সাদমান অনীক ইনজুরিতে। ফলে বিকল্প উপায় ছিল না টিম ম্যানেজমেন্টের। তামিমের ওপেনিং পার্টনার হিসেবে সাইফ হাসানকেই বেছে নিতে হয়েছে রাসেল ডেমিঙ্গোর। দারুণ ধারাবাহিক সাইফ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বাধিক ৮৩৪ রান করেছেন।

৪ মাস আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ঢাকার হয়ে রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি আছে (২২০*)। বাংলাদেশ 'এ' দল, হাই পারফরমেন্স, এসএ গেমস, সব জায়গায় আছে পারফরমেন্স। বিসিএলের প্রথম রাউন্ডে ৩৩৩ মিনিটে ৫৮ রানের ধৈর্য্যশীল ইনিংসও নজর কেড়েছে সবার।

গত নভেম্বরে কোলকাতা টেস্টে অভিষেকের সবুজ সংকেত পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তের ইনজুরি কেড়ে নিয়েছে তার স্বপ্ন। সে কারণেই প্রত্যাশিত ছিল সাইফের টেস্ট অভিষেক। তামিমের সঙ্গে অভিষেক করবেন বলে অনুভব করছেন শিহরণ, জানিয়েছিলেন সাইফ। তবে ছোট্ট একটা আনুষ্ঠানিকতায় মাহামুদউলস্নাহর হাত থেকে টেস্ট ক্যাপটি যখন সাইফের মাথায় উঠল, তখনই ছট-ফট করছিলেন। টেস্ট অভিষেকে সেই অস্থিরতাই তাকে বড় একটি লজ্জা দিল। ইনিংসের প্রথম বলে শাহিন শাহ আফ্রিদিকে তিন রান নিয়ে সাইফকে ব্যাটিং দিলেন তামিম। শাহিন শাহ আফ্রিদিকে প্রথম বলের মোকাবিলাই করেছিলেন ভুল। অফ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন। পরের ডেলিভারিতে একইভাবে ড্রাইভ করতে যেয়ে সেকেন্ড স্স্নিপে আসাদ শফিকের হাতে ধরা পড়েন সাইফ। টেস্টে বাংলাদেশের ৯৬তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হওয়া সাইফ অভিষেকে ০-তে গেলেন ফিরে। স্থায়িত্ব মাত্র ২টি বল।

কলম্বিয়াকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

গোলশূন্য প্রথমার্ধের পর দুই গোল করল আর্জেন্টিনা। এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি কলম্বিয়ার। তাদের হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলার টিকিট পেয়েছে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। আর এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় আছে ব্রাজিল। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল; ওই ম্যাচ জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।

স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট। কনমেবল থেকে দুইটি দল পাবে খেলার সুযোগ। আর্জেন্টিনা নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি এক টিকিটের জন্য ব্রাজিল ছাড়াও লড়বে ১ করে পয়েন্ট নিয়ে নিচের দিকে থাকা দুই দল উরুগুয়ে ও কলম্বিয়া।

টনি ক্রুসের অবসর ভাবনা

ক্রীড়া ডেস্ক

গেল মাসে ৩০ পেরিয়েছেন। এখনই অবসর ভাবনা পেয়ে বসেছে টনি ক্রুসকে। খুব শিগগির বুটজোড়া তুলে রাখার ভাবনা না থাকলেও ক্যারিয়ারের শেষের শুরু হয়ে গেছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। ক্যারিয়ারে তার প্রাপ্তি অনেক। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন একাধিক লিগ শিরোপা।বিভিন্ন সময়ে গণমাধ্যমে ৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তবে তাদের মতো লম্বা সময় খেলবেন না বলে জানালেন টনি ক্রুস, 'আমার বয়স ৩০ বছর। আমি আর কী করতে চাই, তা ভাবার জন্য বয়সটা যথেষ্ট। আমার ক্যারিয়ার খুব বেশি লম্বা হবে না। এটা নিশ্চিত যে আমি ৩৮ বছর পর্যন্ত খেলা চালিয়ে

যাব না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87675 and publish = 1 order by id desc limit 3' at line 1