সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশের হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চায় পাকিস্তান ক্রীড়া ডেস্ক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হাতে ট্রফি দেখতে চায় পাকিস্তান। আজ রোববার ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ফচেফেস্ট্রুমে ফাইনাল খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর পাকিস্তানের সোশ্যাল মিডিয়াজুড়ে এখন বাংলাদেশের প্রশংসায় মাতোয়ারা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ছবি আপলোড করেছে ক্রিকেট পাকিস্তানের ওয়েবসাইটে। ২৩ ঘণ্টা আগে ছবিটি আপলোডের পর থেকেই প্রায় চার হাজার লাইক পড়ে। ১৭৪ জনেরও বেশি কমেন্ট করেন, ৯৩ জন শেয়ার করেন। বাংলাদেশি ও পাকিস্তানের সমর্থকরা বিভিন্ন কমেন্ট করেন। ওসমান মানি নামে পাঞ্জাবের এক ছাত্র লেখেন- ফাইনালে ওঠার জন্য বাংলাদেশ দলকে ধন্যবাদ। হাসান মাসুদ মাজহারী নামে লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র লেখেন- বাংলাদেশ যুব দলকে অভিনন্দন, বেঙ্গল টাইগাররা ফাইনালে ভালো খেলবে ইনশাআলস্নাহ। গোলাপি জার্সিতে খেলবে আফ্রিকা-ইংল্যান্ড ক্রীড়া ডেস্ক ক্রিকেটের সীমিত ওভারের সংস্করণ ওয়ানডে ফরম্যাটে সাধারণত সবুজ জার্সিতে খেলে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে বছরের অন্তত একটি দিন তারা গোলাপি রঙের জার্সি গায়ে খেলে থাকে। 'পিঙ্ক ওয়ানডে' খ্যাত এই ম্যাচে এবার তাদের মতো একই রঙের জার্সি গায়ে খেলতে নামবে সফরকারী ইংল্যান্ডও। রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে এই অভূতপূর্ব দৃশ্যটি উপভোগ করবে দর্শক। এরইমধ্যে এ ম্যাচের জার্সি প্রস্তুত করেছে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স। স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে ২০১১ সালে 'পিঙ্ক ডে' পালনের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া ক্রিকেট সংশ্লিষ্টরা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ শার্লোট্টে ম্যাক্সেকে ব্রেস্ট কেয়ার ক্লিনিক হাসপাতালে ক্যান্সার আক্রান্তদের সহায়তায় ব্যয় করা হয়। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পাকিস্তানি ক্রিকেটারের ১৭ মাসের জেল ক্রীড়া ডেস্ক ক্রিকেটে দুর্নীতির দায়ে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়েছেন আগেই। এবার টানতে হবে জেলের ঘানিও। ১৭ মাস কারাগারে কাটাতে হবে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান নাসির জামশেদকে। পাকিস্তান সুপার লিগে সতীর্থদের ঘুষ দিয়ে স্পট-ফিক্সিং করাতে চেয়েছিলেন ৩৩ বছর বয়সি জামশেদ। প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও গত ডিসেম্বরে অপরাধ স্বীকার করে নেন তিনি। এর ভিত্তিতে শুক্রবার ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট তাকে এই শাস্তি দেয়। তার দুই সহযোগী ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের কারাবাস দিয়েছে আদালত। এই দুই জনও অপরাধ স্বীকার করেছেন। নাসির জামশেদ ও তার সঙ্গে জড়িত থাকা ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত করছে ইংল্যান্ডের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করছে। তারই অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন নাসির জামশেদ, ইউসুফ ও ইজাজ। জুয়াড়ি চক্রের সদস্য হিসেবে ছদ্মবেশ নিয়ে এক পুলিশ কর্মকর্তা তাদের ২০১৭ সালের ফেব্রম্নয়ারিতে গ্রেপ্তার করেন। এরপর বিচার শুরু হয় জামশেদের। গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় ৩৩ বছর বয়সি সাবেক এ ক্রিকেটারকে।