ফরাসি কাপের সেমিতে পিএসজি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফরাসি কাপে বুধবার দিজোঁর বিপক্ষে গোল উৎসবে মেতে ওঠেন মার্টিনেজ-এমবাপেরা। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি -ওয়েবসাইট
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পাবলো সারাবিয়া করলেন জোড়া গোল। আর তাতে দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমিফাইনালে উঠেছে পিএসজি। বুধবার রাতে ৬-১ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত রইল থমাস টুখেলের দলটি। রাতের আরেক ম্যাচে মার্শেইকে ১-০ গোলে হারিয়ে পিএসজির সঙ্গে যোগ দিয়েছে লিওঁ। লিগ ওয়ানের ১৭তম স্থানে থাকা দিজোঁ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। প্রথম মিনিটেই ওয়েসলি লাউতোয়া নিজেদের জালে বল জড়ান। অবশ্য মুনির চোউরিয়া ১২ মিনিট পরই সমতায় ফেরান দলকে। কোয়ার্টার ফাইনালের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দেন দিজোঁর ডিফেন্ডার ওয়েসলি লাউতোয়া। যদিও সমতায় ফিরতে স্বাগতিকদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৩ মিনিটে লক্ষ্যভেদ করেন মুনির কোইয়ার। বিরতির ঠিক আগে ফের এগিয়ে যায় ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে গোল করে স্কোরলাইন ২-১ করেন। এর পরের গল্পের পুরোটাই পিএসজির দাপটের। দ্বিতীয়ার্ধে দিজোঁকে পাত্তাই দেয়নি তারা। আর ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। পাঁচ মিনিট পর এমবাপের অ্যাসিস্টে স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া গোল করলে পিএসজির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ম্যাচের শেষদিকে আরও গোল হজম করে দিজোঁ। তাতে ঘরের মাঠে বিশাল হারের তেতো স্বাদ নিতে হয় তাদের। ৮৬তম মিনিটে দলটির ডিফেন্ডার সেনৌ কোলিবালিও আত্মঘাতী গোল করেন। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন সারাবিয়া। এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইল পিএসজি। শেষবার তারা হেরেছিল দিজোঁর কাছেই। গেল নভেম্বরে লিগ ওয়ানের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল দিজোঁ। বুধবার রাতে পিএসজির জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের মিশন। এদিকে রাতের আরেক ম্যাচে মার্শেইর ঘরের মাঠে লিওঁকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। ৭০ মিনিটে মার্শেই কিপার ইয়োহান পেলে প্রতিহত করেন মোসা দেম্বেলের পেনাল্টি শট। তাতে ম্যাচটি অতিরিক্ত সময়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। তবে খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে হোসে আউয়ার ফিরতি পাস থেকে ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।