তামিম-মুশফিকদের নতুন ফিজিও লি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করার সুযোগ পেয়ে বিসিবির চাকরি ছেড়েছেন শ্রীলংকান ট্রেইনার মারিও ভিলস্নাভারায়ন। তার ফাঁকা জায়গাটা পূরণ করছেন ইংলিশ নিকোলাস ট্রেভর লি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে নিকোলাস লি কে নিয়োগ দিল বিসিবি। তিন বছরের চুক্তিতে টাইগারদের সঙ্গে যুক্ত হচ্ছেন লি। গত ৩১ জানুয়ারি মারিও ভিলস্নাভারায়নের সঙ্গে সম্পর্কের ইতি টানার খবর নিশ্চিত করে বিসিবি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত হওয়া ভিলস্নাভারায়ন চেয়েছিলেন, দুই জায়গাতেই কাজ করতে। তবে বিসিবি তার কাছ থেকে পুরো সেবা পাওয়ার অনিশ্চয়তা থেকে যায় বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় বিসিবি। পদের দিক দিয়ে অবশ্য আরও বড় কিছুই পেলেন নিকোলাস ট্রেভর লি। প্রথমবারের মতো 'হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স' হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন ৩৬ বছর বয়সি সাসেক্সের সাবেক ক্রিকেটার লি। ট্রেভর লি 'হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স' এর দায়িত্ব পাওয়ায় তাকে কাজ করতে হবে জাতীয় দল ও তার আশপাশের ক্রিকেটারদের নিয়েও। ২০১৬ সালে দুই বছরের চুক্তিতে শ্রীলংকান দলের ট্রেইনার হিসেবে যোগ দেন নিকোলাস লি।