ফের পুলিশের সামনে বসুন্ধরা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
পেশাদার ফুটবল লিগে দুই দলেরই পথচলা অল্পদিনের। গত মৌসুমে নাম লিখিয়েছে বসুন্ধরা কিংস। আর এবারের মৌসুমে এসেছে পুলিশ ফুটবল ক্লাব। দু'দলেরই একটি বিষয়ে দারুণ মিল রয়েছে, সেটি হলো তারা প্রিমিয়ার লিগে এসেছে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন হয়ে। আজ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় দেখা হচ্ছে এই (বসুন্ধরা-পুলিশ) দুই দলের। ম্যাচটি হবে দুপুর ৩.৩০ মিনিটে। একই ভেনু্যতে পরের ম্যাচে সন্ধ্যা ৬.৩০ মিনিটে রহমতগঞ্জ খেলবে শেখ রাসেলের বিপক্ষে। ফেডারেশন কাপে পুলিশের যাত্রা শেষ হয়েছিল সেমিফাইনালে এসেই। তবে নবাগত ক্লাব হিসেবে সেটি বড় সাফল্যই বলা চলে। শেষ চারে তাদের সেই যাত্রা থামিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের সেমিফাইনালে তাদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কিংসরা। মৌসুমের প্রথম শিরোপা জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বসুন্ধরা কিংস। এবার পেশাদার লিগে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে তারা। সেই ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে ১-০ গোলে হারায় কিংসরা। অপরদিকে পুলিশ ফুটবল ক্লাব প্রথম ম্যাচে শক্তিধর ঢাকা আবাহনীর কাছে ২-০ গোলে হেরে যায়। আজ তাদের সামনে ফেডারেশন কাপের প্রতিশোধ নেবার সুযোগ।