বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

ঘুরে দাঁড়াতে চান সাইফরা

কোনো দলকেই ছোট করে নেয়ার কিছু নেই। যদি আমরা প্রক্রিয়ায় ঠিক থাকি, বেশ ভালো কিছু হবে -সাইফ হাসান

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচ সামনে রেখে ফুটবল অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুশফিক-মুস্তাফিজ-রাহি ও তাইজুলরা -বিসিবি
টেস্টে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ হয়ে উঠেছিল। ঘরের মাঠে তারা পাত্তাই পেত না বাংলাদেশের কাছে। বাস্তবতা এখন ভিন্ন। সময় বদলে দিয়েছে অনেককিছুই। সাদা পোশাকে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়েও তাই বেড়েছে সতর্কতা। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ভাঙতে চায় হারের বৃত্ত। নতুন করে শুরুর ভাবনা টাইগারদের মাঝে। শনিবার শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি। তার আগে দলের তরুণ ওপেনার সাইফ হাসান জানালেন, যেভাবে তারা প্রস্তুত হচ্ছেন তাতে হয়তো সুফল মিলবে অচিরেই, 'পাকিস্তানের কাছে শেষ টেস্ট হারের পর আমরা সবাই বসেছিলাম। সবাই নতুন করে শুরু করার চেষ্টা করছি, পরিকল্পনা করার চেষ্টা করছি কীভাবে আরও ভালো করা যায়। ছোট ছোট জিনিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি সামনের টেস্ট থেকে এটা শুরু হবে। ভালো ফলাফল সামনে পেতে থাকব আশা করি।' টাইগার ওপেনার বললেন, 'প্রস্তুতি আমাদের খুব ভালো। দুদিন ধরে আমরা অনুশীলন করছি। যে যেখানে (বিসিএল) খেলতে গিয়েছিল, যার যার মতো প্রস্তুত হয়েছে। আশা করি ভালো কিছু হবে। আসলে কোনো দলকেই ছোট করে নেয়ার কিছু নেই। যদি আমরা প্রক্রিয়ায় ঠিক থাকি, বেশ ভালো কিছু হবে।' ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি। দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েই টেস্ট দলের সদস্য হয়েছেন সাইফ হাসান। ভারত সফরে চোটের কারণে খেলতে পারেননি। পাকিস্তানের মাটিতে হয়েছে অভিষেক। বাংলাদেশের ইনিংস হারের সেই ম্যাচে সাইফ নিজেও দেখেছেন কঠিন বাস্তবতা। রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়েছেন সাইফ। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬ রান। টেস্ট খেলা যে মোটেও সহজ নয় সেটি উপলব্ধি করতে পেরেছেন তরুণ এ ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফ বললেন, 'আমরা যেভাবে খেলে আসছি ঘরোয়া ক্রিকেটে, সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। প্রস্তুতি ভালো হচ্ছে জাতীয় দলের। সুযোগ পেলে রান বড় করতে হবে। দ্বিতীয় ইনিংসে বল ভালো ব্যাটে আসছিল। দুর্ভাগ্য যে বলটা নিচু হয়েছিল। আরেকটু মনোযোগ থাকলে হয়তো বলটা কোনোভাবে খেলে ফেলতে পারতাম। ফোকাস লেভেল আরও বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে।' সাদা পোশাকের ক্রিকেটে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ দল শনিবার থেকে শেরেবাংলা স্টেডিয়ামে আরেকবার দেবে ধৈর্য পরীক্ষা। নতুন চ্যালেঞ্জে জিততে অনুশীলনে কাজ করছেন টাইগার ওপেনার সাইফ। কীভাবে প্রস্তুত করছেন নিজেকে সেটিও জানালেন. 'যখনই নেটে ব্যাটিং করতে যাচ্ছি, চেষ্টা করছি আউট না হওয়ার। যত বেশি খেলা যায়। সেশন বাই সেশন খেলার ব্যাপার তো মাথায় থাকেই। প্রস্তুতি ওভাবেই হচ্ছে। নতুন বল যখন খেলছি যাতে উইকেট না পড়ে, এটা যদি মাঠে প্রয়োগ করতে পারি আশা করি ভালো কিছু হবে।'